X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ওবায়দুল কাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৪:৩৪আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৪:৫৮

ওবায়দুল কাদের-দেবি শেঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সর্বোচ্চ চিকিৎসা পেয়েছেন। এই চিকিৎসা চালিয়ে গেলে ভালো ফল পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি প্রসাদ শেঠি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক এসব তথ্য জানিয়েছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেবি শেঠি জানিয়েছেন- ওবায়দুল কাদের সর্বোচ্চ চিকিৎসা পেয়েছেন। এই চিকিৎসা চালিয়ে গেলে ভালো ফল পাওয়া যেতে পারে।’ তবে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি বলে জানান ডা. রুহুল হক।

ওবায়দুল কাদেরকে দেখতে সোমবার (৪ মার্চ) দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছান দেবি শেঠি। তাকে স্বাগত জানিয়ে পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারুন রোগী ওবায়দুল কাদেরের কাছে নিয়ে যান। পরে তিনি ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণ করে সেয়া ২টার দিকে বিএসএমএমইউ এলাকা ত্যাগ করেন। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

এরআগে পৌনে ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। অধ্যাপক হারিসুল হক ও প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মুজাফফর আহমেদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তিনি হোটেল সোনারগাঁয়ে আসেন। সেখান থেকে পরে তিনি বিএসএমএমইউতে যান।

এদিকে, রবিবার (৩ মার্চ) রাতে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল এখনও বাংলাদেশে অবস্থান করছে।

গত রাতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘দুপুরের থেকে তার অবস্থার উন্নতি হয়েছে। তিনি চোখ খুলে তাকান, রেসপন্স করার চেষ্টা করেন। পানি খাবেন কিনা জিজ্ঞেস করলে, মাথা নেড়ে উত্তর দিয়েছেন তিনি। ’

শনিবার (২ মার্চ) রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। পরে তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগে চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের অধীনে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে তিনি বিএসএমএমইউ’র সিসিইউ তিন এ ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।  

 

আরও পড়ুন: 

কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক, সিঙ্গাপুরে নেওয়া হবে

‘ওবায়দুল কাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে’

কাদেরের খোঁজ নিতে বিএসএমএমইউ-তে নেতাকর্মীদের ভিড়, কর্তৃপক্ষের না

কাদেরকে দেখে গেলেন বিএনপি নেতারা

ওবায়দুল কাদেরকে দেখে গেলেন রাষ্ট্রপতি ও স্পিকার

কাদেরকে দেখতে বিএসএমএমইউ-তে প্রধানমন্ত্রী

 

 

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা