X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

যুব কর্মসংস্থান মন্ত্রণালয় গঠনের দাবি জাকের পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ০২:০৪আপডেট : ১৮ জুন ২০১৯, ০২:২২

জাকের পার্টির আলোচনা সভায় দলটির নেতা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য যুব কর্মসংস্থান মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে জাকের পার্টি। সোমবার (১৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত ‘টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত, অর্থনৈতিক ভঙ্গুরতার লক্ষণ ও ক্রমবর্ধমান সম্পদের বৈষম্য’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল। এ সময় তিনি নতুন (২০১৯-২০) অর্থবছরের  বাজেট নিয়েও কথা বলেন।

সায়েম আমীর ফয়সল বলেন, ‘বাজেটে স্টার্টআপে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এ বরাদ্দ পর্যাপ্ত নয়। এ খাতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি করা না গেলে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মিলবে না। তরুণ ও যুবকদের কর্মসংস্থানবিহীন জিডিপি প্রবৃদ্ধি কোনোভাবেই সুফল বয়ে আনবে না।’

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশীয় পণ্যকে প্রাধান্য দিতে হবে। এ বাজেটে দেশি পণ্য উৎপাদনে বিভিন্ন প্রস্তাব রয়েছে; এতে দেশি পণ্য উৎপাদকারীরা উৎসাহিত হবেন। ঋণ খেলাপি নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য সরকারকে কঠোর হতে হবে। রাজস্ব নীতির পাশাপাশি এর বাস্তবায়ন দরকার।’

বাজেটকে চ্যালেঞ্জিং উল্লেখ করে সায়েম আমীর ফয়সল আরও বলেন, ‘জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম করতে হবে। দেশের মানুষ যদি সুস্থ-সুন্দর না থাকে, তবে সেই উন্নতির কোনও মানে নেই।’

অনুষ্ঠানে সায়েম আমির ফয়সলের অর্থনীতির ওপর গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক ফারাহ আমীর ফয়সল প্রমুখ।

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও