X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘বিদেশে পাচার হওয়া টাকা দিয়ে ৫ বছরের বাজেট করা সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৬

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারী বলেছেন, দেশের টাকা লুটপাট করে যারা বিদেশে বাগান তৈরি করতে চায়, দেশের সম্পদকে ধ্বংস করতে চায়, তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না। যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সেগুলো দিয়ে আগামী পাঁচ বছরের বাজেট করা সম্ভব।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারী বলেন, বাংলা ভাষা হচ্ছে আমাদের স্বতন্ত্রতার স্মাক্ষর। জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাচর্চা বিচ্যুত হলে সেটা হবে আত্মঘাতী। কোনও জাতি নিজ ভাষাকে ধারণ না করলে সংকটাপন্ন অবস্থা সৃষ্টি হয়। তাই আমাদের দায়িত্ব গৌরবের সঙ্গে বাংলা ভাষাকে তুলে ধরা।

তিনি বলেন, মাইজভান্ডারীর যে গান রয়েছে, সেটা বাঙালি সংস্কৃতির অংশ। বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে মাইজভান্ডারীর আধ্যাত্মিক গান। এ কারণে বাঙালি সংস্কৃতির সঙ্গে মাইজভান্ডারীর নিবিড় সম্পর্ক রয়েছে। এই দেশ ও দেশের মাটিকে নিয়েই তার দরবার শরিফ ও তরিকা তৈরি হয়েছে। ধর্মীয় অঙ্গন থেকে অনেকেই রয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, তারা বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিরোধিতা করেছে।

দেশের টাকা লুটপাট করে যারা বিদেশে বাগান তৈরি করতে চায়, দেশের সম্পদকে ধ্বংস করতে চায়, তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না উল্লেখ করে বিএসপি চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজ ও লুটেরারা দেশকে পঙ্গু করে দিয়েছে। যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সেগুলো দিয়ে আমাদের দেশের পাঁচ বছরের বাজেট করা সম্ভব। গরিব জনগণের গলা টিপে টাকা আদায় না করতে সরকারের প্রতি আমাদের আহ্ববান থাকবে, যারা দেশের লাখো কোটি টাকা বাইরে পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তাহলে আমাদের রিজার্ভ সংকট কেটে যাবে, দেশের মানুষ স্বস্তিতে থাকবে।

সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ভাষা আন্দোলন থেকেই দেশের স্বাধীনতাসংগ্রামের সূচনা হয়। ভাষা-সংস্কৃতির আন্দোলন থেকে জাতীয় মুক্তির আন্দোলন শুরু হলো। একুশের মূল্যবোধকে তাই নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএসপি দেশ রক্ষা করেছে মন্তব্য করে মমতাজ উদ্দিন বলেন, বিএসপি নির্বাচনে হারেনি, জিতেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা তা রেখেছে। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশ রক্ষা পেয়েছে, দেশের সংবিধান রক্ষা পেয়েছে।

এ সময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. শহীদ মঞ্জুর, গণ আজাদী লীগের চেয়ারম্যান আতাউল্লাহ খান, বিএসপি মহাসচিব অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, জাতীয় স্থায়ী পরিষদের সদস্য ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
সর্বশেষ খবর
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত