X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৭

টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে লড়াই করতে আরও একটি দিন পেয়েছে বাংলাদেশ।  যদিও টপ অর্ডারদের ব্যর্থতায় কঠিন চ্যালেঞ্জের মুখেই রয়েছে সফরকারীরা।  ভারতের ছুড়ে দেওয়া ৪৫৯ রানের জবাবে চতুর্থ দিন শেষে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১০৩ রান।  ক্রিজে এখনও আছেন সাকিব (২১) ও মাহমুদউল্লাহ (৯)।  বাংলাদেশ এখনও লক্ষ্য থেকে দূরে ৩৫৬ রানে।  ম্যাচের ফলাফল কোন দিকে যাচ্ছে তা বলা যাবে শেষ দিনেই!

৪৫৯ রানের জবাবে শুরুটা দুর্দান্ত করতে পারেনি বাংলাদেশ।  ভারতীয় দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজার স্পিনে ধুঁকেছে ব্যাটসম্যানরা।  শুরুতে দলীয় ১১ রানেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। অশ্বিনের বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফেরেন ৩ রানে ব্যাট করতে থাকা তামিম ইমকবাল।

যদিও এরই মাঝে প্রতিরোধ দিয়ে আশার আলো জ্বালাচ্ছিলেন সৌম্য সরকার ও মুমিনুল হক।  এই জুটিতেই আসে ৬০ রান। জুটি বাড়ার সঙ্গে সঙ্গে নিজের সংগ্রহটাকেও বাড়িয়ে নিচ্ছিলেন সৌম্য। প্রথম ইনিংসে ১৫ রানে আউট হওয়া এই ব্যাটসম্যান এগিয়ে যাচ্ছিলেন হাফসেঞ্চুরির দিকেই। কিন্তু ব্যক্তিগত ৪২ রানেই তাকে স্লিপে থাকা রাহানের তালুবন্দী করেন বাঁহাতি স্পিনার জাদেজা।  এরপর টিকতে পারেননি তার সঙ্গী মুমিনুলও। ২৭ রানে অশ্বিনের বলে তাকেও স্লিপে তালুবন্দী করেন রাহানে। 

অবশ্য অশ্বিনের বলে তামিমকে শুরুতে আউট দেননি আম্পায়ার। কিন্তু কোহলি রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লেগেছে বল। এরপরেই সাজঘরে ফেরেন তামিম।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৯ রান তুলেই চা বিরতিতে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে আগেই এগিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৪৫৮ রান।  নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্রুতগতিতে পুঁজি বাড়ানোর দিকেই মনোযোগী ছিল স্বাগতিকরা।  যদিও খেলার ধারায় ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে সেই তাসকিনের আঘাতেই উইকেট হারায় ভারত। চতুর্থ ওভারে তাসকিনের বাইরের বল খেলতে গিয়ে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন মুরালি বিজয়। এই ওপেনার ফেরেন ৭ রানে। একওভার পর ফের আঘাত হানেন এই পেসার। এবার ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল।  খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার (১০)।  দ্রুত গতিতে দুটি উইকেট পড়ে যাওয়ার পরও আগ্রাসী মনোভাব থামায়নি ভারত।  তৃতীয় উইকেটে সেই লক্ষ্যেই ৬৭ রানের জুটি গড়েন কোহলি-পূজারা।  যদিও সেই জুটিতে আঘাত হানেন সাকিব আল হাসান।  অবশ্য এর এক বল আগেই সুইপ করতে গিয়ে পরাস্ত হয়েছিলেন কোহলি। লেগ বিফোরের হাল্কা আবেদনও করেছিলেন সাকিব।  কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। 

কোহলি বিদায় নিলে তৃতীয় উইকেটে ৩৮ রান করেন পূজারা ও রাহানে। ধীরে ধীরে হুমকি হয়ে দাঁড়ানো এই জুটিকেও ভেঙে দেন সাকিব। তার বলে বোল্ড হয়ে ফেরেন ২৮ রানে ব্যাট করতে থাকা রাহানে। হাফসেঞ্চুরি তুলে ৫৪ রানে অপরাজিত থাকেন চেতেশ্বর পূজারা। এছাড়া রবিন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত থাকেন।   

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস