X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৬:০৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৬

স্বপ্নের ফানুস উড়িয়ে ওয়ানডে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ছিল বিস্তর ফারাক। সামনে আসছে আরেকটি বৈশ্বিক ইভেন্ট। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্পষ্ট করে বলে দিলেন, বিশ্বকাপ নিয়ে সেভাবে প্রত্যাশা না করতে!

শান্তর এমন মন্তব্যের কারণ অবশ্যই বাস্তবিক। প্রতি বিশ্বকাপ ঘিরে স্বপ্নের জাল বোনা হয়। কিন্তু ২২ গজের লড়াইয়ে ক্রিকেটাররা হন ব্যর্থ। এই অবস্থায় নতুন অধিনায়ক কথা দিতে চান না। সোমবার এক অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই মন্তব্য করেছেন শান্ত। তিনি চান প্রত্যাশাটা তাদের নিজেদের ভেতর রাখতে, ‘প্রতি বছর আমি দেখি বিশ্বকাপের আগে অনেক কথা হয়। প্রত্যাশা এমন থাকে, এটা করবো সেটা করবো, অনেক কথা বার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। প্রত্যাশাটা সবার মনের ভেতর থাক।’

শান্ত আরও যোগ করেছেন, ‘আপনিও জানেন বাংলাদেশ টিম কী চায়, আমরা প্লেয়াররাও জানি টিমকে কতদূর নিয়ে যেতে চাই। সবাই চায় অনেক বড় কিছু করি, এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কারণ আসলে দরকার নাই, রেজাল্ট যখন হবে তখন বোঝা যাবে।’

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্য এসেছে। এর আগে সাত আসরে মূলপর্বে সর্বোচ্চ জয় ছিল একটি, গতবার সুপার টুয়েলভে চার ম্যাচে দুটিতেই জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। এবার প্রত্যাশা না নিয়েই বিশ্বকাপ ভালো কিছু করতে চান শান্ত, ‘আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে ১০০/১২০ ভাগ দেবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য। এই নিশ্চয়তা অন্তত দিতে পারি। প্রত্যেক ম্যাচ জেতার জন্যই খেলবো। যখন খেলি অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিষটা করার চেষ্টা করি।’

শান্ত ভক্তদের কাছে অনুরোধ করেছেন তাদের নিয়ে যেন মাতামাতি না করা হয়, ‘আগে থেকেই অনেক আশা, এবার একটু বেশি প্রত্যাশা- এই বিষয়গুলো নিয়ে একটা অনুরোধ থাকবে আমরা যাতে বেশি মাতামাতি না করি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে