X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ২০:১৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২০:৪৩

আইপিএলে আবারও রান উৎসব হলো। আগের দিন কলকাতা নাইট রাইডার্সের ২৬২ রান তাড়া করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছিল পাঞ্জাব কিংস। শনিবার বিকালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসও করলো রেকর্ড রান। নিজেদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ২৫৭ রান করেছিল তারা ৪ উইকেট হারিয়ে। জবাব দিতে নেমে দারুণ লড়াই করলেও পাঞ্জাবের মতো সফল হতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। খুব কাছে গিয়েও হার দেখেছে তারা। দিল্লি ঘরের মাঠে জিতেছে ১০ রানে।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে রোহিত শর্মা, ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবকে হারায় মুম্বাই। ৬৫ রানে তিন উইকেট নিয়ে দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল দিল্লি। কিন্তু তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া হাল ধরেন। রাসিখ সালাম ৭১ রানের এই জুটি ভেঙে দেন একই ওভারে জোড়া আঘাতে।

২৪ বলে ৪৬ রান করে ফিরে যান হার্দিক। তারপরও লড়াই চালিয়ে গেছে মুম্বাই টিম ডেভিড ও তিলকের ব্যাটে।

১৮তম ওভারে ডেভিডের ১৭ বলে ৩৭ রানের ইনিংসের অবসান ঘটে। ৭০ রানের জুটি ভাঙলেও ম্যাচ মুম্বাইয়ের নাগালের বাইরে যেতে দেননি তিলক। 

শেষ ওভারে লাগতো ২৫ রান। প্রথম বলে তিলক দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন। ৩২ বলে চারটি করে চার ও ছয়ে ৬৩ রানে থামেন তিনি। তবে লিউক উড জীবন পেয়ে দুই রান নেন এবং তৃতীয় বলে ছক্কা মেরে উত্তেজনা ফেরান। তারপর আর পারেনি। পিযুষ চাওলা পঞ্চম বলে চার মেরে শেষ ডেলিভারিতে আউট হন। ৯ উইকেটে ২৪৭ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।

দিল্লির পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মুকেশ ও রাসিখ। দুটি পান খলিল আহমেদ।

অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে অভিষেক পোরেলের সঙ্গে উড়ন্ত সূচনা এনে দেন জেক ফ্রেসার-ম্যাকগার্ক। অষ্টম ওভারে ১১৪ রানের জুটি ভাঙে। ১৫ বলে চলতি আসরে পাঁচ ম্যাচে তৃতীয় ফিফটি করা ম্যাকগার্ক মাত্র ২৭ বলে ১১ চার ও ৪ ছয়ে ৮৪ রানে থামেন।

ওই ইনিংসে দাঁড়িয়ে দিল্লি আড়াইশর বেশি রান তোলে। শাই হোপ ১৭ বলে ৪১ রানে অবদান রাখেন। ২৫ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন ট্রিস্টান স্টাবস। অভিষেকের ২৭ বলে ৩৬ ও রিশাভ পান্তের ১৯ বলে ২৯ রানও তাদের রেকর্ড রান সংগ্রহে দারুণ ভূমিকা রাখে। 

৯ ম্যাচে ষষ্ঠ হারে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লি।

/এফএইচএম/
সম্পর্কিত
পাঞ্জাবের বিদায়, টিকে রইলো বেঙ্গালুরু
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩১
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩১
তুরস্কের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ফাহাদের পয়েন্ট ভাগাভাগি
তুরস্কের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ফাহাদের পয়েন্ট ভাগাভাগি
মিরপুরে ‘অ্যাপ্রোচ’ বদলে খেলবে বাংলাদেশ
মিরপুরে ‘অ্যাপ্রোচ’ বদলে খেলবে বাংলাদেশ
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে চান পুতিন
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের