X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঊষাকে ভয় ধরিয়ে দিয়েছিলেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৯:৩৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৯:৪৪

আর একটু হলেই পয়েন্ট ভাগাভাগি করতে হতো ঊষা ক্রীড়া চক্রকে। তাদের ভয় ধরিয়ে দিয়েছিল পুলিশ এফসির ভারত-পাকিস্তানের খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত স্থানীয় তৈয়ব আলীর গোলে ঊষা প্রিমিয়ার হকি লিগে ৩-২ গোলে পুলিশ এসসিকে হারিয়েছে। নিজেদের পঞ্চম ম্যাচে তৃতীয় জয় তুলে নিলো দীর্ঘদিন পর লিগে ফেরা পুরান ঢাকার দলটি। 

রবিবার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে পুলিশের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে মোহাম্মদ আশিকুজ্জামানের শিষ্যদের। ঊষার দুই ভারতীয় মোহাম্মদ শারিক ও অনিকেত গুরাভ একটি গোল করেন। ঊষার অপর গোলটি করেন তরুণ মিডফিল্ডার বিকেএসপির তৈয়ব আলী। এই গোলেই মূলত জয় নিশ্চিত হয় দলটির। 

খেলায় পুলিশের জার্সিতে দুটি গোল করেন পাকিস্তানের ইহতিসাম আসলাম এবং ভারতের দীপক প্যাটেল।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম কোয়ার্টারে দুই দলই গোল আদায়ের যথেষ্ট চেষ্টা করে। তবে প্রথম গোলের দেখা পেতে ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুতে এগিয়ে নেন ঊষার মোহাম্মদ শারিক। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পুলিশকে সমতায় ফেরান দীপক।

তবে সমতা খুব বেশি সময় থাকেনি। পরের মিনিটেই আবারও এগিয়ে যায় ঊষা। অনিকেত পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ৩৭ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে আবারও সমতায় ফেরে পুলিশ। গোলটি করেন ইহতিসাম আসলাম। ৪৪ মিনিটে পুলিশের তিন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক হিটে গোল তুলে নেন ঊষার তৈয়ব।

খেলার বাকি সময় দুই দলই চেষ্টা করেছে গোল বাড়িয়ে নেওয়ার। তবে কেউই সফল হতে পারেনি। জয় নিয়ে টার্ফ ছাড়ে ঊষা ক্রীড়া চক্র।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড