X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসির জন্য ‘আরামদায়ক’ জায়গা খুঁজছেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১০

মেসির জন্য ‘আরামদায়ক’ জায়গা খুঁজছেন আর্জেন্টিনা কোচ লিওনেল মেসির পারফরম্যান্সে মুগ্ধ এদগার্দো বাউসা। তা হবেনই বা না কেন, দলের সেরা খেলোয়াড়ের ফর্মে থাকাটা যে কোনও কোচের জন্যই তো স্বস্তির। শিষ্যের ফর্মটা যেন সচল থাকে, সেই লক্ষ্যেই এখন কাজ করবেন আর্জেন্টিনা কোচ। এ জন্য মাঠে মেসির জন্য ‘আরামদায়ক’ জায়গা খুঁজে বের করতে চান তিনি।

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগ দেখেছেন বাউসা ন্যু ক্যাম্পে বসে। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। শুধু যে এই ম্যাচটি দেখতে এসেছিলেন বাউসা তা নয়, মার্চের বিশ্বকাপ বাছাইয়ের আগে ইউরোপ সফরে বের হয়েছেন তিনি দলের খেলোয়াড়দের অবস্থা জানতে। মেসিকে অবশ্য যাচাই-বাছাইয়ের খুব বেশি দরকার নেই আর্জেন্টাইন কোচের। দলের সেরা খেলোয়াড় বলে কথা! তবে বার্সেলোনা ফরোয়ার্ডের পারফরম্যান্স দেখে মাঠে তার জন্য সেরা পজিশন খুঁজে বের করার চেষ্টা করছেন বাউসা।

অ্যাতলেতিকোর বিপক্ষে ন্যু ক্যাম্পের ম্যাচটি দেখার পর মেসিকে নিয়ে তার বিশ্লেষণ, ‘বার্সেলোনায় মেসি শুরু করে ডানপ্রান্ত থেকে, এর পর তার পজিশনটা শেষ হয় মাঝখানে গিয়ে। যেমনটা ও করেছে গোলমুখে নেওয়া শটটি নিয়ে (ফিরে আসা যে বলে শট দিয়ে লক্ষ্যভেদ করেছে লুই সুয়ারেস)।’ মেসির খেলাটা আরও সহজ করে তুলতে বাউসার পরিকল্পনা, ‘কোচ হিসেবে আমরা চেষ্টা করছি মাঠের কোন জায়গায় ও সবচেয়ে বেশি আরাম অনুভব করে।’

অধিনায়কের সাম্প্রতিক পারফরম্যান্সে বাউসার স্বস্তিতে থাকারই কথা। চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। শুধু অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচে নয়, মেসিতে মুগ্ধ তিনি আগের ম্যাচগুলোর পারফরম্যান্সেও, ‘আমার মতে মেসিই নির্ধারণ করে দিয়েছে সেমিফাইনাল, দারুণ এক ম্যাচ খেলেছে ও। দলের সঙ্গে লিও দারুণ ছন্দে আছে, আরেকটি ফাইনালে উঠেছে ও।’ শিষ্যের প্রশংসা ঝরল আরও, ‘আমার মনে হয় গত কয়েক মাসে ও পারফরম্যান্সের পর্যায়টা অন্য জায়গায় নিয়ে গেছে। আশা করছি এটা ধরে রাখবে লিও।’

মার্চে বিশ্বকাপ বাছাইয়ে কঠিন পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। চিলির পর মেসিদের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ