X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

স্টার্কের ব্যাটে কোনোমতে দিন পার করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৮

সতীর্থদের অভিনন্দনে সিক্ত ৪ উইকেট পাওয়া উমেশ যাদব সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীরা পুনে টেস্টের প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটে ২৫৬ রানে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ পুনের উইকেট দেখে বলেছিলেন, তার ধারণা ম্যাচের প্রথম বল থেকে সুবিধা পাবেন স্পিনাররা। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও দ্বিতীয় ওভারেই বল তুলে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের হাতে। যদিও স্পিন সহায়ক পিচে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিলেন পেসার উমেশ যাদব। এই পেসারের গতি ঝড়ে প্রথম দিন শেষে কঠিন চাপে অস্ট্রেলিয়া। দিন শেষে সফরকারীরা সংগ্রহ করেছে ৯ উইকেটে ২৫৬ রান।

অতদূরও তো যেতে পারত না অস্ট্রেলিয়া, যদি না ব্যাট হাতে দাঁড়িয়ে যেতেন মিচেল স্টার্ক। এই পেসার হাফসেঞ্চুরি করে দিন শেষ করেছেন অপরাজিত থেকে। প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় এক লজ্জার মধ্যেই পড়তে যাচ্ছিল সফরকারীরা। বাঁচিয়ে দিয়েছেন স্টার্ক। তার হার না মানা ৫৭ রানের ইনিংসটা বাদ দিলে তো ২০০ রানও হয় না অস্ট্রেলিয়ার!

শুরুটা কিন্তু দারুণ ছিল অস্ট্রেলিয়ার। উদ্বোধনী জুটিতে ম্যাট রেনশ ও ডেভিড ওয়ার্নার যোগ করেন  ৮২ রান। ওয়ার্নারকে ফিরিয়ে ভারতের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন উমেশ যাদব। এই পেসারের বলে ৩৮ রান করে বোল্ড হয়ে যায় অস্ট্রেলিয়ান ওপেনার। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা। গত বছরের নভেম্বরের পর একাদশে সুযোগ পাওয়া শন মার্শ তার প্রতি রাখা আস্থার জবাব দিতে পারেননি। উমেশের দ্বিতীয় শিকার হয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান আউট হয়ে যান ১৬ রান করে। পিটার হ্যান্ডসকম্বও ভালো শুরুর পর ফিরে যান প্যাভিলিয়নে। রবীন্দ্র জাদেজার বলে এলবিডাব্লিউ হওয়ার আগে করেন ২২ রান। খানিক পর অধিনায়ক স্মিথও ধরেন তার পথ। অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দেওয়ার আগে খেলেন ২৭ রানের ইনিংস।

পরের দিকের ব্যাটসম্যানদের অবস্থা তো আরও খারাপ। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম করলেও আসল লড়াইয়ে ব্যর্থ হয়েছেন মিচেল মার্শ। মাত্র ৪ রান করে আউট হয়ে বিপদ বাড়িয়ে গেছেন দলের। উইকেটরক্ষক ম্যাথু ওয়েডও (৮) পারেননি দাঁড়াতে। অসুস্থতার কারণে বিশ্রামে যাওয়া রেনশ ফিরে এসে অস্ট্রেলিয়ার আশা হয়ে জ্বলে উঠলেও হাফসেঞ্চুরির পর তিনিও ফিরে যান প্যাভিলিয়নে। অশ্বিনের শিকার হওয়ার আগে ১৫৬ বলে খেলেন ৬৮ রানের কার্যকরী ইনিংস।

ইনিংসের শুরুর দিকে ঘাতক হয়ে হাজির হওয়া উমেশ শেষ দিকে আবার উঠেন জ্বলে। স্টিভেন ও’কেফির (০) পর নাথান লিওনকে (০) আউট করে তিনি পান চতুর্থ উইকেট। অবশ্য তার আগেই দাঁড়িয়ে গিয়েছিলেন স্টার্ক। শেষ ব্যাটসম্যান হিসেবে দারুণ সঙ্গ দিয়েছেন তাকে পেস বোলিং সঙ্গী জশ হ্যাজেলউড। ৩১ বলে খেলে মাত্র ১ রান করে দিন শেষ করেছেন তিনি। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(প্রথম দিন শেষে)

অস্ট্রেলিয়া : ৯৪ ওভারে ২৫৬/৯ (রেনশ ৬৮, স্টার্ক ৫৭*, ওয়ার্নার ৩৮, স্মিথ ২৭, হ্যান্ডসকম্ব ২২; উমেশ ৪/৩২, অশ্বিন ২/৫৯, জাদেজা ২/৭৪)।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র