X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তামিমের ‘হঠাৎ ঝড়ে’ ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
২০ মার্চ ২০১৭, ০০:০১আপডেট : ২০ মার্চ ২০১৭, ০০:০১

 

তামিম ইকবাল ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ধীরগতিতেই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু লাঞ্চের আগে দ্রুত ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় সফরকারীরা। তামিম তখন ব্যাটিং করছিলেন ২২ রানে, কিন্তু লাঞ্চ থেকে ফিরে এসেই চড়াও হলেন লঙ্কান বোলারদের ওপর। আর তাতেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা।

ঠিক এমনটাই মনে করেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ, ‘১৯১ রানে আমরা প্রতিরোধ গড়তে পারতাম। আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমার হাতে তিন স্পিনার ছিল। শুরুতে ওদের দুটি উইকেট তুলে নিয়েছিলান। কিন্তু লাঞ্চ থেকে ফিরেই তারা নতুন পরিকল্পনা করে কাউন্টার অ্যাটাকে যায়। তখনই ম্যাচটি আমাদের কাছ থেকে ছিটকে যায়।’

কোন মুহূর্তটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন, এমন প্রশ্নে হেরাথ বিশেষ কোনও মুহূর্তের কথা বললেন না। যদিও তার কথায় স্পষ্ট ফিল্ডিংয়ের কারণেই সিরিজ হাতছাড়া করেছে লঙ্কানরা, ‘এই ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। বিশেষকরে ব্যাটিং ও ফিল্ডিংয়ে। কঠিন সময়ে বেশ কিছু ক্যাচ মিস হওয়াতে সিরিজটি হাতছাড়া করেছি।’

রঙ্গনা হেরাথ বেশ কয়েকবার সংবাদ সম্মেলনে সাকিবের ‘জীবন’ পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। সাকিব ১১ রানে বেঁচে যাওয়ার সুযোগটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন। প্রথম ইনিংসে খেলেছেন ১১৬ রানের ইনিংস। এই রানের ওপর ভর করেই বাংলাদেশ লিড নিতে সক্ষম হয়। প্রথম সুযোগে সাকিবকে না ফেরাতে পেরে আক্ষেপে পুড়েছেন লঙ্কান এই অধিনায়ক, ‘সাকিব ১১ রানে জীবন পেয়ে সেঞ্চুরি করেছে। আমাদের ভুলগুলো নিয়ে আরও কাজ করতে হবে।’

বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেই জিতেছে-এমনটাই মনে করেন হেরাথ, ‘সিরিজ শুরু হওয়ার আগেই বলেছিলাম, সিরিজটি কঠিন হবে দুই দলের জন্য। গলে আমরা ভালো খেলেছি। ওই ম্যাচ আর এই ম্যাচ এক নয়। আমরা ভালো খেলেনি বলেই হেরেছি। তারা সব বিভাগে ভালো খেলে জিতেছে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত