behind the news
Vision  ad on bangla Tribune

তামিমের ‘হঠাৎ ঝড়ে’ ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে০০:০১, মার্চ ২০, ২০১৭

 

তামিম ইকবাল১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ধীরগতিতেই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু লাঞ্চের আগে দ্রুত ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় সফরকারীরা। তামিম তখন ব্যাটিং করছিলেন ২২ রানে, কিন্তু লাঞ্চ থেকে ফিরে এসেই চড়াও হলেন লঙ্কান বোলারদের ওপর। আর তাতেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা।

ঠিক এমনটাই মনে করেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ, ‘১৯১ রানে আমরা প্রতিরোধ গড়তে পারতাম। আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমার হাতে তিন স্পিনার ছিল। শুরুতে ওদের দুটি উইকেট তুলে নিয়েছিলান। কিন্তু লাঞ্চ থেকে ফিরেই তারা নতুন পরিকল্পনা করে কাউন্টার অ্যাটাকে যায়। তখনই ম্যাচটি আমাদের কাছ থেকে ছিটকে যায়।’

কোন মুহূর্তটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন, এমন প্রশ্নে হেরাথ বিশেষ কোনও মুহূর্তের কথা বললেন না। যদিও তার কথায় স্পষ্ট ফিল্ডিংয়ের কারণেই সিরিজ হাতছাড়া করেছে লঙ্কানরা, ‘এই ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। বিশেষকরে ব্যাটিং ও ফিল্ডিংয়ে। কঠিন সময়ে বেশ কিছু ক্যাচ মিস হওয়াতে সিরিজটি হাতছাড়া করেছি।’

রঙ্গনা হেরাথ বেশ কয়েকবার সংবাদ সম্মেলনে সাকিবের ‘জীবন’ পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। সাকিব ১১ রানে বেঁচে যাওয়ার সুযোগটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন। প্রথম ইনিংসে খেলেছেন ১১৬ রানের ইনিংস। এই রানের ওপর ভর করেই বাংলাদেশ লিড নিতে সক্ষম হয়। প্রথম সুযোগে সাকিবকে না ফেরাতে পেরে আক্ষেপে পুড়েছেন লঙ্কান এই অধিনায়ক, ‘সাকিব ১১ রানে জীবন পেয়ে সেঞ্চুরি করেছে। আমাদের ভুলগুলো নিয়ে আরও কাজ করতে হবে।’

বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেই জিতেছে-এমনটাই মনে করেন হেরাথ, ‘সিরিজ শুরু হওয়ার আগেই বলেছিলাম, সিরিজটি কঠিন হবে দুই দলের জন্য। গলে আমরা ভালো খেলেছি। ওই ম্যাচ আর এই ম্যাচ এক নয়। আমরা ভালো খেলেনি বলেই হেরেছি। তারা সব বিভাগে ভালো খেলে জিতেছে।’

/আরআই/কেআর/

ULAB
Central_college
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ