X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের বাঁচাতে খালেদ মাসুদের আকুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ০০:১৩আপডেট : ২৩ মে ২০১৭, ০০:১৮

ক্রিকেটারদের বাঁচাতে খালেদ মাসুদের আকুতি গত কয়েক বছর ধরে প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে হচ্ছে  ক্রিকেটারদের। এমনকি এই গরমে দীর্ঘ পরিসরের ক্রিকেটও হয়েছে গত কয়েক মৌসুমে। এই অবস্থায় খেলোয়াড়দের স্বাভাবিক খেলাটা সম্ভব হচ্ছে না। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারের আয়ের প্রধান উৎস এই ঘরোয়া ক্রিকেট। অথচ তাদের দিকে সুদৃষ্টি না দিয়ে বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ।

সোমবার রাতে তার ফেসবুকে বিসিবিকে উদ্দেশ্য করে লেখা লম্বা পোস্টটির শিরোনাম করেছেন তিনি, ‘পরের মৌসুমের কথা একটু ভাবুন; এ গরমে ক্রিকেট হয় না।’

প্রচণ্ড গরমের কথা উল্লেখ করে মাসুদ শুরুতে লিখেছেন, ‘গেল কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ প্রচণ্ড গরমে জনজীবন নাভিশ্বাস। অসহনীয় তাপমাত্রায় বাইরে বেরোনোর আগেই আপনি কয়েক দফা ভাবেন। ভাবুন তো, এ গরমে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।’ এরপর লিখেছেন, ‘ক্রিকেটারদের রুটি-রুজির অনেকটা জড়িয়ে থাকে ক্লাব ক্রিকেটের ওপর। তাই সবার চেষ্টা থাকে নিজের শতভাগ উজাড় করে সেরা পারফর্ম করা। সত্যিই কি সেরা পারফম্যান্স দিতে পারছেন ক্রিকেটাররা, নাকি আমরা ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছি তাদের? গেল কয়েকদিন ধরেই এ বিষয়টি আমাকে ভাবাচ্ছে।’

পোস্টের পরের অংশটা এমন, “গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের লিগ পর্বের শেষ ম্যাচের কথাই ধরুন। জহুরুল ইসলাম আমার দলের বিপক্ষে বেশ ভালোই ব্যাট করছিল। কিন্তু ব্যক্তিগত ৬৬ রানের পরই স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠের বাইরে চলে এলো অমি। প্রচন্ড গরমে ৪০-এর পর থেকেই ‘ক্র্যাম্প’ শুরু করে তাঁর। ‘ক্র্যাম্প’-এর ভয়াবহতা এত ছিল যে, জহুরুল আর ফিল্ডিংয়ে নামতে পারেনি।”

ভয়াবহতা ঠিক কোন পর্যায়ে ছিল, সেটাও তুলে ধরেছেন বাংলাদেশের সাবেক উইকেটরক্ষক, ‘৫০ ওভার উইকেটের পেছনে ছিল অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা জাকির। ব্যক্তিগত ৬৬ রানে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয় জাকিরও। দীর্ঘ সময় প্রচণ্ড গরমে মাঠে থাকার কারণে সারা শরীরে ক্র্যাম্প ছড়িয়ে পড়তে থাকা। ড্রেসিং রুমে তখন জাকিরকে নিয়ে সবাই ব্যস্ত। সারা শরীরে বরফ ম্যাসেজের পরও ঠিক মতো সাড়া দিচ্ছিল না ও। অবস্থার উন্নতি না দেখে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে পাঠানো হয়। শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া না লাগলেও ২ দিন পরও পুরোপুরি ফিটনেস ফিরে পায়নি জাকির।’

খালেদ মাসুদের ফেসবুক পোস্ট জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারের নিজেকে মেলে ধরা সবচেয়ে বড় জায়গায় হলো ঘরোয়া ক্রিকেট। সবার চেষ্টা থাকে ভালো করে নির্বাচকদের নজরে পড়ায়। অথচ ‘অসময়ে’ লিগ আয়োজন করে উল্টো তাদের ইনজুরির মুখে ফেলে দেওয়া হচ্ছে কিনা, সে প্রশ্নও তুলেছেন মাসুদ, ‘গেল কয়েক দিন ধরেই প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচেই ভালো খেলতে থাকা ব্যাটসম্যানদের ফিরে আসতে হচ্ছে ড্রেসিংরুমে। নিজেদের সেরাটা দিতে পারছেন না কোনও ক্রিকেটার। উল্টো ভয়ঙ্কর ইনজুরি ঝুঁকিতে পড়ছেন সবাই। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো, দেশের আর সব জায়গার মতো বিদ্যুৎ সমস্যা হচ্ছে স্টেডিয়ামগুলোতেও। বিকেএসপিতে এ সমস্যা আরও প্রকট।’  

প্রচণ্ড গরমের সঙ্গে দিনকয়েক পরই আবার শুরু হচ্ছে রোজা। মাসুদের দুশ্চিন্তা যেন তাতে বেড়েছে আরও, ‘২৪ মে থেকে শুরু হচ্ছে শিরোপার মূল লড়াই সুপার সিক্স। যেখানে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ২৭ মে থেকে আবার শুরু হচ্ছে রমজান। সব কিছু মিলিয়ে সাবেক ক্রিকেটার আর কোচ হিসেবে আমি খুব বিচলিত।’

এই মৌসুম যেহেতু আর তেমন কিছু করা সম্ভব নয়, তাই আগামী মৌসুমগুলো নিয়ে বিসিবিকে ভাবার অনুরোধ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, ‘নির্ধারিত সময়ে ঘরোয়া ক্যালেন্ডার বাস্তবায়নের তাড়া সবার আছে। এ মৌসুমে হয়তো লিগের বাকি অংশ পেছানো সম্ভব না। কিন্তু নতুন মৌসুমের ভাবনা নিশ্চয়ই আগে ভেবে নেয়া সম্ভব। বিসিবির কাছে সুপারিশ করছি দীর্ঘ পরিসর কিংবা ওয়ানডে ক্রিকেটের সব আয়োজন যেন এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। আর এই গরমের মৌমুমে ক্রিকেট রাখতে চাইলে বিসিবি ইচ্ছা করলে টি-টোয়েন্টি জাতীয় কোনও টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করতে পারে। এমনটা হলে সবচেয়ে বেশি উপকৃত হবে এ দেশের ক্রিকেট। এটা আমি বিশ্বাস করি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ