X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জার্মান ‘ঘাতক’ রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৭

জার্মান ‘ঘাতক’ রোনালদো ক্রিস্তিয়ানো রোনালদোকে আটকে রাখা যে কোনও দলের জন্য কঠিন চ্যালেঞ্জের। আর সেটা যদি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ হয়, তাহলে তো কথাই নেই। আগুনের গোলা হয়ে দাঁড়ান তিনি প্রতিপক্ষদের সামনে। ইউরোপিয়ান টুর্নামেন্টটিতে তার গোলসংখ্যার দিকে নজর দিলেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে সব। চ্যাম্পিয়নস লিগে ১০৭ গোল করে পর্তুগিজ যুবরাজ বসেছেন সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে। যে অর্জনের পথে জার্মান প্রতিপক্ষদের ভাসিয়েছেন গোলবন্যায়। মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে আবারও যখন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন রোনালদো, তখন চমৎকার এক রাতই কাটার কথা তার।

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমটাও নিজের মতো করে শুরু করেছেন রোনালদো। অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে এবারের আসর শুরু করেছেন জোড়া গোল করে। যাতে চ্যাম্পিয়নস লিগের সবশেষ ৬ ম্যাচে নিজের গোলসংখ্যা রিয়াল মাদ্রিদ তারকা নিয়ে গেছেন ১২-তে। আগের মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিকের সঙ্গে ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে করেছিলন দুই গোল।

সিগনাল ইডুনা পার্কে সেই ফর্ম নিয়েই নামবেন রোনালদো। যদিও দলীয় পারফরম্যান্সে জার্মানির এই মাঠে রোনালদোর স্মৃতি মোটেও সুখকর নয়। এখন পর্যন্ত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ডর্টমুন্ড থেকে জয় নিয়ে ফিরতে পারেনি রিয়াল। ইতিহাস পাল্টানোর ম্যাচে নিশ্চিতভাবে রোনালদোর দিকেই তাকিয়ে থাকবে মাদ্রিদের ক্লাবটি। কেননা জার্মানির দলের বিপক্ষে তিনি বরাবরই ‘ঘাতক’। জার্মান দল তার প্রিয় প্রতিপক্ষ বললেও ভুল হবে না। পরিসংখ্যানই সেই প্রমাণ দিচ্ছে; এখন পর্যন্ত বুন্দেসলিগার দলের বিপক্ষে পর্তুগিজ অধিনায়ক ১৯ ম্যাচে করেছেন ২৩ গোল।

মঙ্গলবার রাতে যে দলের বিপক্ষে মাঠে নামবেন তিনি, সেই ডর্টমুন্ডের জালে এখন পর্যন্ত চারবার বল জড়িয়েছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী। আর জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৬ ম্যাচের তার গোল ৯। পর্তুগিজ তারকার ‘হিট লিস্টে’ আছে উলফসবুর্গও। ২০১৫-১৬ মৌসুমের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে রোনালদো এই ক্লাবের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। শালকে আবার হজম করেছে ৭ গোল।

আবারও রোনালদোর সামনে জার্মান প্রতিপক্ষ। গত কয়েক মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় যেভাবে গোলের বৃষ্টি ঝরিয়ে চলেছেন রোনালদো, বিশেষ করে জার্মান প্রতিপক্ষদের বিপক্ষে, তাতে আজ রাতেও হয়তো অপেক্ষা করছে দারুণ কোনও চমক। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ