X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমেকা ইস্যুতে বাফুফেকে ফিফার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২১:১৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২২:১৭

এমেকা ইউজিগো মোহামেডানের সঙ্গে এমেকার ঝামেলা নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। নাইজেরিয়ান এই কোচের প্রাপ্য অর্থ পরিশোধের পাশাপাশি মোহামেডানকে ২২ হাজার ডলার জরিমানা ও চলতি লিগ থেকে তিন পয়েন্ট কেড়ে নেওয়ার কথা ফিফা বলেছে আগেই। কিন্তু দেশের শীর্ষ ফুটবল সংস্থা সময়ক্ষেপন করে যাচ্ছিল। শেষ পর্যন্ত এ শাস্তি কার্যকরে ফিফা তাদের হুমকি দিয়েছে। এই প্রিমিয়ার লিগ থেকে মোহামেডানের তিন পয়েন্ট কাটা না হলে বাফুফের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিশ্বের শীর্ষ ফুটবল সংস্থা।

২০১২-১৩ মৌসুমে মোহামেডানের কোচ ছিলেন এমেকা ইউজিগো। মাঝপথে এই নাইজেরিয়ান কোচ দল ছাড়লেও বকেয়া পারিশ্রমিক পাননি। এ নিয়ে ফিফায় আবেদন করার পর ২০১৫ সালে ২০ হাজার ডলার তাকে দেওয়ার নির্দেশ আসে। বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও গড়িমসি করে সেটা আর দেয়নি মোহামেডান।

গত ৩০ অক্টোবর ফিফার চিঠিতে বলা হয়েছে- চলতি লিগে ক্লাবের অর্জিত পয়েন্ট থেকে ৩টি পয়েন্ট কেটে নিতে হবে। একই সঙ্গে নাইজেরিয়ান এই কোচের বকেয়া বেতন ২০ হাজার ডলার পরিশোধের জন্য বলা হয়েছিল। নির্দেশনা বাস্তবায়ন না করায় ৫ শতাংশ সুদে সেই অঙ্কটা বেড়ে এখন ২২ হাজার ডলার হয়েছে।

এরপর একমাস সময় কেটে গেছে। মোহামেডান জরিমানার টাকা পরিশোধ করেনি। বাফুফেও পয়েন্ট কেটে নেয়নি। বরং ১৮ নভেম্বর ফিফাকে চিঠি পাঠায় বাফুফে। সেখানে পাওনা পরিশোধের জন্য বাড়তি এক মাস সময় চেয়েছিল তারা। পয়েন্ট কাটার বিষয়টিও জানতে চাওয়া হয়েছিল।

জবাবে গত ৩০ নভেম্বর ফিফা আবারও পরিষ্কার করে আগের রায় বহাল রাখার চিঠি দিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সর্বশেষ চিঠিতে ফিফা মোহামেডানের ৩ পয়েন্ট কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে। সময় বাড়ানোর বিষয়ে কোনও সম্মতি দেয়নি। বরং তারা লিখেছে, দেশের ফুটবল প্রশাসন হিসেবে আমাদের উচিত ফিফার সিদ্ধান্ত মেনে চলা। এর অন্যথা হলে বাফুফের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এসব বিষয় নিয়ে আগামী বৃহস্পতিবার আমাদের লিগ কমিটির সভায় আলোচনা হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ