X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবাহনী-মোহামেডান জমজমাট লড়াইয়ের অপেক্ষা

রবিউল ইসলাম
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০০

মোহামেডানের মুখোমুখি হওয়ার আগে আবাহনীর খেলোয়াড়দের অনুশীলন। ছবি-বিসিবি ঘরোয়া ক্রিকেটে মোহামেডান-আবাহনী দ্বৈরথ মানেই বাড়তি উন্মাদনা, জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। যদিও সময়ের ব্যবধানে এই দ্বৈরথের জৌলুস আগের মতো নেই। তবু আবাহনী-মোহামেডান লড়াই মানেই অন্যরকম উত্তেজনা।

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে সোমবার প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই জনপ্রিয় দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে সকাল ৯টায়। ম্যাচটি বিনা টিকিটে দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। সকাল সাড়ে আটটায় খুলে দেওয়া হবে স্টেডিয়ামের সব গেট। রবিবার মিরপুর এলাকায় মাইকিং করে তা জানিয়ে দেওয়া হয়েছে।

গতবারের রানার্সআপ আবাহনী এবারও শক্তিশালী দল গড়েছে। নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজের মতো তরুণদের সঙ্গে নাসির হোসেন, এনামুল হক, মোহাম্মদ মিঠুনকে নিয়ে আকাশি-হলুদ জার্সিধারীরা শিরোপার দাবিদার। মাশরাফি মুর্তজার উপস্থিতি আবাহনীর সবচেয়ে বড় প্রেরণা।

টানা পাঁচ জয়ে লিগের শীর্ষে থাকা আবাহনীর ব্যাটসম্যান মোসাদ্দেক জয়ের ব্যাপারে আশাবাদী, ‘লিগের সব দলই ভালো, তবে আমাদের দল একটু বেশিই ভালো। কাগজে-কলমে আমাদের দল শক্তিশালী। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে আমরা সহজেই জিততে পারবো।’

ম্যাচটা নিয়ে অবশ্য তেমন উত্তেজনা নেই তার মনে, ‘পাঁচ বছর আগে যখন প্রথম প্রিমিয়ার লিগে খেলেছিলাম, তখন আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়ে ভীষণ উত্তেজনা ছিল। এখন আমার কাছে এটা আর পাঁচটা ম্যাচের মতো। মোহামেডানের বিপক্ষে খেলা হলেও বাড়তি উত্তেজনা নেই।’

পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে থাকা মোহামেডানের জন্য সবচেয়ে বড় আঘাত সাকিব আল হাসানের অনুপস্থিতি। দুই ভাই রনি ও জনি তালুকদার, শামসুর রহমান, রকিবুল হাসান, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, কাজী অনিক, আমিনুল ইসলাম বিপ্লব, সাঈদ সরকারদের নিয়ে মাঝারি শক্তির দল গড়েছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সালমান বাট অবশ্য ব্যাটিং যথেষ্ট শক্তিশালী করেছে মোহামেডানের।

আবাহনী ম্যাচ নিয়ে বাঁহাতি স্পিনার তাইজুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ম্যাচটি নিয়ে আমাদের মধ্যে উত্তেজনা কাজ করছে। তবে আমরা মাঠের খেলায় মনোযোগী হতে চাই, আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাই। আবাহনী শক্তিশালী দল, তবে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের পক্ষে জেতা সম্ভব।’

অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুলের কথা, ‘অতীতে এই  ম্যাচকে ঘিরে অনেক উত্তেজনা দেখা যেতো। কিন্তু এখন আর তা নেই। আবাহনী এখন আর নিজেদের মাঠে অনুশীলন করে না, মোহামেডানও করে না। তাই কোনও দলেই তেমন উত্তেজনা দেখা যায় না।’

গত দুই বছরে মুখোমুখি লড়াইয়ের হিসেবে আবাহনী অনেক এগিয়ে। পাঁচটি লড়াইয়ে আবাহনী জিতেছে চারবার, মোহামেডানের জয় একটি। এবার মোহামেডান ব্যবধান কমিয়ে আনতে পারবে? নাকি ব্যবধান বাড়িয়ে নেবে আবাহনী? উত্তর মিলবে ‘হোম অব ক্রিকেটে’।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ