X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের জন্য ইকার্দির অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ১৮:৪২আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৮:৪২

মাউরো ইকার্দি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন মাউরো ইকার্দি। শেষ পর্যন্ত যদি সুযোগ নাও হয়, তাহলেও দুঃখ পাবেন না ইন্টার মিলান স্ট্রাইকার।

হোর্হে সাম্পাওলির ইঙ্গিত অবশ্য ইকার্দির জন্য সুখের নয়। আর্জেন্টাইন কোচ তার বিশ্বকাপ স্কোয়াড এখনও ঘোষণা না করলেও গত মাসের প্রীতি ম্যাচের আগে জানিয়েছিলেন, ইকার্দিকে অনেক সুযোগ দিয়েছেন তিনি, কিন্তু ইন্টার মিলান অধিনায়ক তা কাজে লাগাতে পারেননি। বিশ্বকাপের আগমুহূর্তে ইতালি ও স্পেনের বিপক্ষে স্কোয়াডে বাইরে থাকায় ফুটবল বিশ্ব ধরেই নিয়েছে রাশিয়ার টুর্নামেন্টে থাকছেন না ইকার্দি।

আর্জেন্টাইন স্ট্রাইকার অবশ্য এখনও স্বপ্ন দেখছেন ২০১৮ সালের ফুটবল মহাযজ্ঞে খেলার। তবে সুযোগ না পেলেও কষ্ট পাবেন না, তাকিয়ে থাকবেন সামনের আসরের দিকে। এমনিতে ক্লাব ফুটবলে কিন্তু দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি সিরি ‘এ’ মৌসুমে লক্ষ্যভেদ করেছেন ২৬বার। তবু গলাতে পারছেন না সাম্পাওলির মন। আর্জেন্টাইন কোচ তাকে পাশ কাটিয়ে নজর দিচ্ছেন অন্য খেলোয়াড়দের দিকে। বিষয়টি ইন্টার অধিনায়কও জানেন, আর সে কারণেই বুঝতে পারছেন বিশ্বকাপের জন্য আরও চার বছর অপেক্ষা করতে হতে পারে তাকে।

আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’তে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ প্রসঙ্গে ইকার্দির বক্তব্য, ‘আমার মনে হয় বিশ্বকাশে সেই সব খেলোয়াড়ই যাবে, যারা সত্যিই তাদের সেরা জায়গায় আছে। এটাই সঠিক সময় (আমার বিশ্বকাপ খেলার)। এখন আমার বয়স ২৫ বছর, ইন্টারে অধিনায়কত্ব করছি তিন বছর হলো, তাছাড়া গোল করে আমি এই ক্লাবের ইতিহাস রচনা করেছি।’

কিন্তু স্বপ্ন ভেঙে গেলে? সেই জন্যও প্রস্তুত আছেন আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখি আমি, সেটা এখন কিংবা পরে যখনই হোক। যদি এখন সুযোগ না হয়, তাহলে পরে হবে।’ সঙ্গে এটাও জানিয়ে রাখলেন, ‘আমি স্কোয়াডে থাকি বা না থাকি, সতীর্থদের সঙ্গে আছি। আর সেটা (সাম্পাওলি) জানে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!