X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্পেনের বিশ্বকাপ দলে নেই মোরাতা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৮, ১৭:৫৯আপডেট : ২১ মে ২০১৮, ১৮:১১

আলভারো মোরাতা রাশিয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। সোমবার ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি আলভারো মোরাতার। চেলসির জার্সিতে ফর্মহীনতার কারণে এই ফরোয়ার্ড বিবেচিত হননি স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগির দলে।

রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দিয়ে ভালোই খেলছিলেন মোরাতা, তবে চলতি মৌসুমের শেষ দিকে ফর্ম হারিয়ে ফেলেন তিনি। ২০১৭ সালের গ্রীষ্মে রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে স্টামফোর্ড ব্রিজে যোগ দিয়ে ৪৭ ম্যাচে করেছেন ১৫ গোল। ক্লাব ফুটবলে সময়টা ভালো না কাটলেও স্পেনের জার্সিতে পারফরম্যান্স কিন্তু দুর্দান্ত। লা রোজাদের হয়ে ২৩ ম্যাচে করেছেন ১৩ গোল। এরপরও তাকে বাইরে রেখে লোপেতেগি ফরোয়ার্ডে বেছে নিয়েছেন ডিয়েগো কোস্তা, ইয়াগো আসপাস ও রোদ্রিগো মোরেনোকে। সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের দুই উইঙ্গার মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস।

২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা গত ১০ বছরের মধ্যে চতুর্থ শিরোপা জেতার মিশনে নামতে যাচ্ছে রাশিয়ায়। প্রাথমিক দল আর ঘোষণা করেননি লোপেতেগি, সব রণকৌশল ঠিক করে একেবারে চূড়ান্ত দলই প্রকাশ করেছেন সোমবার। যে দলে পছন্দের গোলরক্ষকের জায়গায় থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের দাভিদ দে গেয়া। তার বিকল্প হিসেবে রয়েছেন পেপে রেইনা (নাপোলি) ও কেপা আরিসাবালাগা (অ্যাথলেতিক বিলবাও)।

রক্ষণে সের্হিয়ো রামোস ও জেরার্দ পিকে থাকাটা নিশ্চিত। লেফটব্যাকে জোর্দি আলবা, আর রাইটব্যাকে দানি কারভাহাল। রক্ষণ সামলাতে ২৩ জনের দলে আরও রয়েছেন চেসার আসপিলিকুয়েতা (চেলসি), নাচো ফের্নান্দেস (রিয়াল মাদ্রিদ), নাচো মনরিয়াল (আর্সেনাল) ও আলভারো অদ্রিয়োসোলা (রিয়াল সোসিয়েদাদ)।

মাঝমাঠের দায়িত্বে দুই বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিয়ো বুশকেৎসের সঙ্গে থাকবেন ম্যানচেস্টার সিটির দাভিদ সিলভা ও রিয়াল মাদ্রিদ ইসকো। তাদের সঙ্গে আরও রয়েছেন থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), কোকে (অ্যাতলেতিকো মাদ্রিদ) ও সাউল নিগেস (অ্যাতলেতিকো মাদ্রিদ)। গোল ডটকম

স্পেনের চূড়ান্ত দল:

গোলরক্ষক: পেপে রেইনা (নাপোলি), দাভিদ দে গেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), কেপা আরিসাবালাগা (অ্যাথলেতিক বিলবাও); ডিফেন্ডার: জোর্দি আলবা (বার্সেলোনা), চেসার আসপিলিকুয়েতা (চেলসি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), নাচো ফের্নান্দেস (রিয়াল মাদ্রিদ), নাচো মনরিয়াল (আর্সেনাল), আলভারো অদ্রিয়োসোলা (রিয়াল সোসিয়েদাদ), সের্হিয়ো রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্দ পিকে (বার্সেলোনা); মিডফিল্ডার: থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), সের্হিয়ো বুশকেৎস (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), ইসকো (রিয়াল মাদ্রিদ), কোকে (অ্যাতলেতিকো মাদ্রিদ), সাউল নিগেস (অ্যাতলেতিকো মাদ্রিদ), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি); ফরোয়ার্ড: মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ), ইয়াগো আসপাস (সেল্তা ভিগো), ডিয়েগো কোস্তা (অ্যাতলেতিকো মাদ্রিদ), রোদ্রিগো মোরেনো (ভ্যালেন্সিয়া), লুকাস ভাসকেস (রিয়াল মাদ্রিদ)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ