X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া

নীলফামারী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৮

প্রথম দিনের টিকিট বিক্রিতে ছিলো ব্যাপক সাড়া। শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের। ঝিমিয়ে পড়া দেশীয় ফুটবলে অন্যরকম চাহিদা তৈরি করেছেন স্থানীয়রা। দর্শকদের উপচে পড়া ভিড়ে আবারও সেখানে হতে যাচ্ছে প্রীতি ম্যাচ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব ও বাংলাদেশ বসুন্ধরা কিংস। প্রীতি এই ম্যাচটিকে ঘিরেও পাওয়া গেছে ব্যাপক সাড়া। প্রথম দিনে বিক্রি হয়েছে প্রত্যাশার অধিক।

২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। প্রীতি ম্যাচটিকে ঘিরে গতকাল রবিবার থেকে জেলার ১১ টি ব্যাংক ও শেখ কামাল স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে এসব আসনের টিকিট বিক্রি হবে। এর মধ্যে প্রথমদিনের ব্যাপক সাড়ায় ২ হাজার ৩৭০টি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
ম্যাচটির আয়োজনে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থা। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামটি বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। তাই প্রিমিয়াম লিগের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের বিপক্ষে তারা খেলতে যাচ্ছে।
ম্যাচের টিকিট। গত ২৯ আগস্ট ওই মাঠের অভিষেক হয় শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলার মধ্য দিয়ে। সে সময়ে দর্শকের ঢল নেমেছিল স্টেডিয়ামে। এবারো তেমনটাই আশা করছেন আয়োজকরা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, রবিবার থেকে দর্শনার্থী টিকিট বিক্রি শুরু হয়েছে জেলার ১১টি ব্যাংকে।
ব্যাংক গুলো হলো-জেলা শহরে দ্য ফারমার্স ব্যাংক, জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সৈয়দপুরে ঢাকা ব্যাংক, জলঢাকায় সোনালী ব্যাংক, কিশোরগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ডোমারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ডিমলায় পাওয়া যাবে টিকিট।
এছাড়া জেলা সদরের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যাদুরহাট, কাজীরহাট, গোড়গ্রাম ও টেঙ্গনমারী শাখায় টিকিট পাওয়া যাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পাশাপাশি মহিলা আসনের টিকিট বিক্রি হচ্ছে শেখ কামাল স্টেডিয়াম থেকে। এছাড়া আজ সোমবার থেকে ডিমলার উপজেলা শহরে সোনালী ব্যাংকে পাওয়া যাবে টিকিট।
প্রথমদিনে ব্যাংকগুলোতে যে পরিমাণ টিকিট সরবরাহ করা হয়েছিল তার বেশিরভাগই বিক্রি হয়েছে।
আয়োজকরা জানান, ২১ সেপ্টেম্বর খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। দর্শনার্থী প্রবেশের জন্য গেট খোলা থাকবে বেলা ১২টা থেকে।
শেখ কামাল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২১ হাজার ৬৫০। এর মাঝে মধ্যে মহিলা ১০০০ ও ভিআইপি আসন ৩৬৯টি। টিকিটের মূল্য সাধারণ ১০০টাকা, ভিআইপি ১০০০ টাকা। একই সঙ্গে দর্শকের জন্য এবার রয়েছে র‌্যাফেল ড্র।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত