X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের প্রস্তুতি

নীলফামারী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৮

অনুশীলনে বসুন্ধরা কিংস ২১ সেপ্টেম্বর নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। এই ম্যাচকে সামনে রেখে বুধবার হোম ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছে প্রিমিয়ার লিগের নতুন দলটি।

২৪ সদস্যের বসুন্ধরা কিংসের দলটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার দপুরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর রংপুরের নর্থ ভিউ হোটেলে রাত থেকে বুধবার অনুশলীলনে নামে শেখ কামাল স্টেডিয়ামে।

অন্যদিকে বুধবার বিকেলে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের ফুটবলাররা। ২৫ সদস্যের এই দলের কোচ হিসেবে রয়েছেন আহমেদ রশীদ।

বসুন্ধরা কিংসের সমন্বয়কারী সালেক উর রহমান সুমন জানিয়েছেন, এই ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে খেলবেন বিদেশি চার খেলোয়াড়। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কোলিন্দ্রেসের সঙ্গে রয়েছেন গাম্বিয়ান স্ট্রাইকার উসমান জ্যালো। এছাড়া রয়েছেন হাইতি জাতীয় দলের বিল ফোর্ড ও আফগানিস্তানের মার্সি।

বাংলা ট্রিবিউনকে সুমন বলেছেন, ‘মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাব শক্তিশালী দল। মালদ্বীপের জাতীয় দলের ছয় খেলোয়াড় রয়েছেন দলটিতে। এছাড়াও তাদের দেশের বাইরের খেলোয়াড় রয়েছে। দলটি প্রিমিয়ার লিগের র‌্যাংকিংয়েও এগিয়ে। তাদের সঙ্গে ম্যাচটি খেলে আমাদের শক্তি যাচাই করতে যাচ্ছি।’

গত ২৯ আগস্ট নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে হয়েছে প্রথম আন্তর্জাজিত ফুটবল ম্যাচ। প্রীতি ফুটবলে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ফুটবলের স্বাদ নিতে উত্তরাঞ্চলের এই স্টেডিয়ামে জড়ো হয়েছিল অসংখ্য ফুটবলভক্ত। শুক্রবারের খেলাতেও এমন দর্শকের ঢল আশা করছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

শেখ কামাল স্টেডিয়ামের ২১ হাজার ৬৫০ আসনের মধ্যে মহিলা ১ হাজার ও ভিআইপি আসন ৩৬৯টি। টিকেটের মূল্য সাধারণ ১০০ টাকা, আর ভিআইপি ১ হাজার টাকা। দর্শকের জন্য এবারও রয়েছে র‌্যাফেল ড্র। তাতে প্রথম পুরস্কার একটি ১০০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ ও তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত