X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের বিপক্ষে শঙ্কায় মেসি

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫২

চোটে পড়েছেন লিওনেল মেসি স্প্যানিশ কাপ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শনিবার চোট পাওয়ার পর বার্সা কোচ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু সোমবার ট্রেনিংয়ে মেসির অনুপস্থিতি নতুন করে তৈরি করেছে অনিশ্চয়তা।

লা লিগায় সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনাকে রক্ষা করেন মেসি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। খেলার মাঝপথে ঊরুতে চোট পেলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে ম্যাচ শেষ করেছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।

বার্সা কোচ এর্নেস্তো ভালভারদে ম্যাচ শেষে মেসির চোট নিয়ে আশঙ্কা উড়িয়ে দেন। রিয়ালের বিপক্ষে প্রথম লেগে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ছিল ক্লাবও। কিন্তু ম্যাচের পরদিন রবিবার বিশ্রামে থাকলেও ব্যথা কমেনি মেসির। সোমবার ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি তাকে।

জানা গেছে, চোটের অবস্থা জানতে পরীক্ষা-নিরীক্ষা হবে তার পায়ের। অবশ্য ভালভারদে মেসিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না। ফেব্রুয়ারিতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে কাতালান জায়ান্টদের।

বুধবার রিয়ালের বিপক্ষে স্প্যানিশ কাপ খেলে আগামী রবিবার অ্যাথলেতিক বিলবাওর মাঠে খেলবে বার্সা। এরপর ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে রিয়াল ভায়াদোয়িদকে। পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগে, লিওঁর মাঠে। শেষ সপ্তাহে সেভিয়ার মাঠে লিগ লড়াই করে স্প্যানিশ কাপ ও লা লিগায় রিয়ালের বিপক্ষে টানা দুই ম্যাচ খেলবে সান্তিয়াগো বার্নাব্যুতে।

কনুইয়ের চোটে এই মৌসুমের প্রথম ক্লাসিকো খেলতে পারেননি মেসি। কিন্তু ঠিকই রিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে জেতে তারা।

তবে নভেম্বরে ফেরার পর থেকে দলের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন মেসি। গত ৯ ম্যাচের সবগুলোতে গোল করেছেন। কোপা দেল রের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাকে ছাড়া হেরেছে বার্সা। তবে দুইবারই ফিরতি লেগে ফিরে দলকে জেতাতে রেখেছেন বিরাট ভূমিকা। সব মিলিয়ে রিয়ালের বিপক্ষে মেসিকে না পাওয়া হবে বার্সার জন্য বড় ধরনের ধাক্কা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত