X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এসএ গেমসের আগে ‘বাস্তববাদী’ জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৮:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:৩৪

এই ছবিই বলে দিচ্ছে দলের প্রতি কতটা ভালোবাসা বাংলাদেশ কোচের ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ নামে পরিচিত এসএ গেমসের ফুটবলে মাত্র দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ, ১৯৯৯ আর ২০১০ সালে। তিন বছর আগে সর্বশেষ আসরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল লাল-সবুজ পতাকাকে। দুঃসময় পেছনে ফেলে বাংলাদেশের ফুটবলে এখন আশার জোয়ার। আগামী ১ ডিসেম্বর নেপালে শুরু হতে যাওয়া এসএ গেমসে স্বাভাবিকভাবেই শিরোপার লক্ষ্য জেমি ডে’র। তবে আশাবাদী হলেও বাস্তবের কঠিন মাটিতে পা রাখছেন বাংলাদেশ কোচ।

এসএ গেমসকে সামনে রেখে ২৫ নভেম্বর শুরু হতে পারে ফুটবলারদের ক্যাম্প। নেপালে রওনা হওয়ার আগে বাংলাদেশের সমমানের কোনও দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে কোচের। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এসএ গেমস ফুটবলে বাংলাদেশ দুবারের চ্যাম্পিয়ন। এবার শিরোপার লক্ষ্য নিয়ে নেপালে যাবো আমরা। তবে সবাইকে বাস্তবতা বুঝতে হবে। এবার নেপাল, ভারত ও মালদ্বীপের মতো শক্তিশালী দল অংশ নেবে। অন্য দলগুলোও খারাপ নয়। তাদের সঙ্গে কঠিন লড়াইয়ে নামতে হবে আমাদের। তাই এক থেকে তিনের মধ্যে থাকতে পারলেই আমি সন্তুষ্ট।’

নেপালে শিষ্যদের নিজেদের মতো খেলতে দিতে চান জেমি, ‘চ্যাম্পিয়ন হতে পারলে তো খুবই ভালো। না হতে পারলেও সমস্যা নেই। আমি ছেলেদের কোনও চাপ দিতে চাই না। আমি চাই তারা যেন নিজেদের মতো খেলতে পারে।’

অলিম্পিক-এশিয়াডের মতো এসএ গেমস ফুটবলেও অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। তবে ২৩ বছরের বেশি বয়সী অংশ নিতে পারে তিনজন। এবারের টুর্নামেন্টে জেমির পছন্দের তিনজন হলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ও ডিফেন্ডার ইয়াসিন খান। বাংলাদেশ কোচের বিশ্বাস, নেপালে ভালোই অভিজ্ঞতা হবে দলের, ‘তরুণ ফুটবলারদের অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ হলো এসএ গেমস। ভবিষ্যতে তরুণরাই তো জাতীয় দলে খেলবে। সিনিয়র আর তরুণদের নিয়ে ভালোই হবে আমাদের দলটা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত