behind the news
Vision  ad on bangla Tribune

শেষ হলো স্বাধীনতা দিবস মহিলা আমন্ত্রণমূলক বাস্কেটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৯:৩২, এপ্রিল ০১, ২০১৬

শেষ হলো স্বাধীনতা দিবস মহিলা আমন্ত্রণমূলক বাস্কেটবলবাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দিনব্যাপী স্বাধীনতা দিবস আমন্ত্রণমূলক বাস্কেটবলের শিরোপা জিতেছে কালো দল। আজ শুক্রবার ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে কালো দল লাল দলকে ০৫-০৪ পয়েন্টে হারিয়ে দেয়।
প্রতিযোগিতায় লাল, নীল, কালো, এ্যাশ, লাল(জুনিয়র) ও নীল(জুনিয়র) দলসহ সর্বমোট ৬ টি দলের মোট ৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
জাতীয় ক্রীড়া পরিষদ-এর পরিচালক (ক্রীড়া) দীন মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
/আরএম/এফআইআর/

ULAB
Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ