X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

এত আগেই ডাবল ট্রেবলের স্বপ্ন না দেখতে গার্দিওলার হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ২০:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২০:৩৬

গত মৌসুমের মতো আরেকবার ট্রেবল জেতার সম্ভাবনা হাতছানি দিচ্ছে ম্যানচেস্টার সিটিকে। দলের মিডফিল্ডার বার্নার্ডো সিলভা ও তার সতীর্থরা উজ্জীবিত হয়ে আছেন। তবে কোচ পেপ গার্দিওলা এত আগেই স্বপ্ন দেখার ব্যাপারে সতর্ক করলেন শিষ্যদেরকে।

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে সিটি। গত মৌসুমেও প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে মাদ্রিদ ক্লাবকে হারায় তারা।

৩-৩ গোলে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ড্র নিয়ে ফিরেছে সিটিজেনরা। দ্বিতীয় লেগ ঘরের মাঠে হওয়ায় ভালো ফলের আশায় গার্দিওলার দল। 

এই বাধা উতরে গেলে টানা দ্বিতীয় মৌসুমে ডাবল ট্রেবল জয়ের আশা বেঁচে থাকবে ম্যানসিটির। প্রিমিয়ার লিগের শীর্ষে তারা। এফএ কাপের সেমিফাইনালেও উঠেছে দল।

গার্দিওলা সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার খেলোয়াড়দের বলছি না যে এই অনুভূতিটা মনে এনো না। কিন্তু আমার মত ভিন্ন। আমরা এসব অনুমিত স্বপ্ন থেকে অনেক দূরে।’

আর কয়েকটি ধাপ পেরোলে ডাবল ট্রেবলের স্বপ্ন দেখতে আপত্তি নেই স্প্যানিশ কোচের, ‘আমরা যখন এফএ কাপ ফাইনালে উঠবো এবং প্রিমিয়ার লিগের দুই বা তিন ম্যাচ (বাকি) থাকবে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে থাকবো, তখন আমি এটা নিয়ে ভাবতে শুরু করবো। গত মৌসুমে আমরা যখন এফএ কাপ ফাইনালে ম্যানইউকে হারিয়েছিলাম, তখন থেকে ট্রেবলের কথা ভাবতে শুরু করেছিলাম।’

আগামী শনিবার ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানসিটি। হাতে ছয় ম্যাচ রেখে প্রিমিয়ার লিগে আর্সেনাল ও লিভারপুলের চেয়ে দুই পয়েন্টে এগিয়েও তারা।

গত মৌসুমে প্রথমবার ট্রেবল জিতে ১৯৯৮-৯৯ মৌসুমে গড়া ম্যানইউর কীর্তি ছুঁয়েছিল সিটি। তবে এখন পর্যন্ত ইউরোপে কোনও দল টানা এই কীর্তি গড়তে পারেনি এবং কোনও ইংলিশ ক্লাব দুইবার ত্রিমুকুট মাথায় পরতে পারেনি।

/এফএইচএম/
সম্পর্কিত
রাতে ইউরোপিয়ান ক্লাসিকো
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বশেষ খবর
‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’
‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা
স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম