X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আরও বেশি দক্ষ ও সাশ্রয়ী এলইডি বাল্ব উদ্ভাবন

টেক ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ০৭:৩৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০৭:৩৮

এলইডি বাল্ব বিদ্যুৎ খরচ কমাতে এলইডি বাল্ব উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বিশ্বজুড়ে। এবারে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, তারা এমন ধরনের এলইডি বাল্ব উদ্ভাবন করেছেন যা আরও কম বিদ্যুৎ খরচ করবে। শুধু তাই নয়, তাদের উদ্ভাবিত বাল্বগুলো তৈরি করা যাবে আরও কম খরচে। এলইডি বাল্ব তৈরিতে নতুন ধরনের উপাদান ব্যবহারের মাধ্যমেই এটা করতে সক্ষম হয়েছেন তারা। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস এ খবর দিয়েছে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিষয়ক গবেষকরা উদ্ভাবন করেছেন নতুন এই এলইডি বাল্ব। এসব বাল্বে আলোর উৎস হিসেবে তারা ব্যবহার করেছেন পেরোভস্কাইটস নামক ক্রিস্টালাইন এক ধরনের পদার্থ। আর তাতেই এসব এলইডি বাল্ব হয়ে উঠেছে আরও বেশি বিদ্যুৎসাশ্রয়ী। পাশাপাশি এর উৎপাদন খরচও যেমন কমেছে, তেমনি বেড়েছে স্থায়িত্ব। ন্যাচার ফটোনিকস জার্নালে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত গবেষণার তথ্য।
এই উদ্ভাবনের প্রধান গবেষক ব্যারি র্যাান্ড তাদের নতুন উদ্ভাবিত প্রযুক্তি প্রসঙ্গে বলেন, ‘আমাদের ব্যবহৃত নতুন পদ্ধতিতে পেরোভস্কাইটস ন্যানোপার্টিকেলগুলো নিজেরাই পুনর্বিন্যস্ত হয়ে অত্যন্ত পাতলা ফিল্মের স্তর তৈরি করে। এটা ফ্যাব্রিকেশন পদ্ধতিতে একটি অগ্রগতি। এতে করে এলইডির প্রচলিত প্রযুক্তির একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে পেরোভস্কাইটস এলইডি ব্যবহারের পথ সুগম হয়েছে।’
ব্যারি র্যানন্ড ও তার গবেষক দল মূলত বর্তমানে এলইডি বাল্ব তৈরিতে ব্যবহৃত গ্যালিয়াম নাইট্রাইড ও অন্যান্য পদার্থের সাশ্রয়ী বিকল্প হিসেবে পেরোভস্কাইটস ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন। এটা ব্যবহার করে এলইডি বাল্বকে আরও সাশ্রয়ী করে তোলা সম্ভব হলে এলইডি বাল্বের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাবে। এটা একদিকে যেমন বিদ্যুতের খরচ ব্যাপকভাবে কমাতে সক্ষম হবে, অন্যদিকে পরিবেশের ওপরও প্রভাব রাখবে কম।

আরও পড়ুন-

১০ মিনিটের স্কুলের সক্ষমতা বাড়াতে চুক্তি

যে কারণে দেশে নেই অ্যাপলের অফিস

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত