X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পেপ্যাল নয়, জুম সার্ভিস

হিটলার এ. হালিম
১৭ অক্টোবর ২০১৭, ১১:২৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৩:২৯

পেপ্যাল ও জুম

অনলাইন পেমেন্ট প্রসেসর ‘পেপ্যাল' বাংলাদেশে আসছে, চালু হচ্ছে ১৯ অক্টোবর’ শিরোনামে কিছুদিন ধরে এমন খবর তথ্যপ্রযুক্তি অঙ্গনে মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কিন্তু এবার জানা গেল, পেপ্যাল বাংলাদেশে আসছে না। এর সহযোগী প্রতিষ্ঠান জুম দিয়ে বাংলাদেশে পেপ্যালের সেবা দেওয়া হবে।

.

পেপ্যাল থেকে বাংলা ট্রিবিউনকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন-উর-রশীদ পেপ্যালের কাছে জানতে চান, পেপ্যাল বাংলাদেশে আসছে কিনা? কোনও অফিস চালু করবে কিনা?
উত্তরে পেপ্যাল থেকে বলা হয়, 'এই মুহূর্তে বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবল নয়। বাংলাদেশে পেপ্যালের ভবিষ্যৎ নিয়ে শেয়ার করার মতো আমাদের কাছে কোনও খবর নেই। জুম একটি পেপ্যাল সার্ভিস। ২০১৫ সালের নভেম্বর থেকে বাংলাদেশে জুম চালু আছে। ফলে জুম দিয়ে যুক্তরাষ্ট্রের লোকজন তাদের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবেন। এ প্রক্রিয়ার সঙ্গে সোনালী ব্যাংক যুক্ত আছে।'

এদিকে, টুইটার ম্যাসেজেও পেপ্যাল কর্তৃপক্ষ একই তথ্য জানায়।

পেপ্যাল নয়, জুম সার্ভিস

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একটি অনুষ্ঠানে বলেছিলেন, 'বাংলাদেশে পেপ্যাল আসছে। ১৯ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই পেপ্যাল সেবা উদ্বোধন করবেন।'

তিনি আরও জানান, বাংলাদেশে পেপ্যালই আসছে। সম্প্রতি জুম ও পেপ্যাল মার্জ করেছে। প্রাথমিকভাবে পেপ্যাল দিয়ে ইনবাউন্ড সেবা তথা শুধু টাকা আনা যাবে। সোনালী, রূপালী, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ ৯টি ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করা যাবে। নভেম্বরে বাংলাদেশে পেপ্যালের একটি দল আসবে। তখন কারিগরি অনেক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলাপ হবে।
পেপ্যালই আসছে তো- অনুষ্ঠানে বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, 'আমার কাছে এখন পর্যন্ত এটুকুই তথ্য আছে।'

পেপ্যাল নয়, জুম সার্ভিস

এদিকে, ১৯ অক্টোবর পেপ্যালের উদ্বোধন উপলক্ষে আইসিটি বিভাগ অতিথিদের যে আমন্ত্রণপত্র পাঠাচ্ছে তাতে বড় করে ইংরেজি হরফে লেখা রয়েছে, ‘জুম –এ পেপ্যাল সার্ভিস লঞ্চিং অ্যান্ড ফ্রিল্যান্সারস কনফারেন্স।’
এছাড়া বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর অতিথিদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, সুধী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৯ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে জুম –এ পেপ্যাল সার্ভিস লঞ্চিং অ্যান্ড ফ্রিল্যান্সারস কনফারেন্স –এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।’

পেপ্যাল নয়, জুম সার্ভিস

পেপ্যালের পরিবর্তে জুমের উদ্বোধনের খবর জানার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশির ভাগ মানুষের মন্তব্য, জুম তো দেশে আগে থেকেই চালু রয়েছে। তাহলে পেপ্যালের নামে ঘটা করে জুম উদ্বোধনের মানে কী? বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনলাইন ফ্রিল্যান্সারদের কাছ থেকে।

এদিকে, আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) জুনাইদ আহমেদ পলক ফেসবুকে একটি স্ট্যাটাসে জানিয়েছেন, পেপ্যাল ও জুম কোনও পৃথক কোম্পানি নয়। এটা ঠিক গুগলের ই-মেইল সার্ভিসের মতো যাকে জি-মেইল নামে ডাকা হয়।

তিনি আরও লিখেছেন, পেপ্যাল হলো ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সার্ভিস যাকে জুম নামে ডাকা হয়।

আরও পড়ুন:

অর্থের লোভে ডুবিয়ে দেওয়া হয় রোহিঙ্গা বোঝাই নৌকা!

সকাল ৬টার মধ্যে বর্জ্য অপসারণ: প্রস্তুত নয় দুই সিটি করপোরেশন

/এইচএএইচ/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত