X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সোফিয়াপ্রেমীদের আশাভঙ্গ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:২৩

সোফিয়াকে দেখতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তরুণদের ভিড়

আলোচিত যন্ত্রমানবী সোফিয়াকে দেখতে পাননি অনেকে। যারা অনলাইনে নাম নিবন্ধন করে ভেবেছিলেন বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে হিমেল হাওয়ার পরশ মাখতে মাখতে সোফিয়াকে দেখবেন, তাদের বেশিরভাগের সে আশা পূরণ হয়নি। নির্ধারিত সময় দুপুর আড়াইটার অনেক আগেই হল অব ফেম দর্শকে পূর্ণ হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় সব দরজা। তখনও গেটের বাইরে এমনকি মূল সড়ক ছাড়িয়ে অনেক দূর অবধি চলে গেছে রোবটপ্রেমীদের দীর্ঘ সারি।

লাইনে দাঁড়িয়েও আসন পূর্ণ হয়ে যাওয়ায় অনেকেই ঢুকতে পারেননি

আয়োজকদের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়, ১ হাজার ৭০০’র কিছু বেশি দর্শক সোফিয়াকে দেখতে পাবেন। সেজন্য অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় নিবন্ধনের সব কোটা। বুধবার সকালে ডিজিটাল ওয়ার্ল্ড-এর উদ্বোধন শেষে খুলে দেওয়া হয় প্রদর্শনী। মূলত তারপর থেকেই ঢল নামতে থাকে দর্শক তথা রোবটপ্রেমীদের। মানুষের উপচে পড়া ভিড়ে ওই এলাকায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতির কারণে নিয়ম মানা সম্ভব হয়নি। দর্শকরা ঠেলে, ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছেন। নিরাপত্তারক্ষীরা কাউকে আটকাতে পারেননি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভেতরেও ভিড় ছিল প্রচণ্ড

কথা হয় রাজধানীর কলাবাগানের নবম শ্রেণির শিক্ষার্থী অরিকের সঙ্গে। সে জানায়, ভিড়ের কারণে হল অব ফেমের কাছেই যেতে পারেনি তারা তিন বন্ধু। কল্যাণপুরের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বাঁধন এসেছিল তার বাবার সঙ্গে। হতাশ কণ্ঠে সে বলে,‘ বাবার কাঁধে উঠেও সোফিয়াকে দেখতে পাইনি। পরে বাইরে প্রদর্শনী প্রাঙ্গণে বড় পর্দায় প্রদর্শিত রেকর্ডেড অংশ দেখেছি।’ নটরডেম কলেজের শিক্ষার্থী সৌম্য দূর থেকে সোফিয়াকে এক নজর দেখতে পেরেছে বলে জানান। তবে তীব্র ভিড় এবং আয়োজকদের কৌশল দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

যন্ত্রমানবী সোফিয়া

রোবট সোফিয়াকে নিয়ে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সব মিলিয়ে সোফিয়া মঞ্চে ছিল ৪০ মিনিটের মতো। সোফিয়া মঞ্চ থেকে চলে যাওয়ার পরেও বাইরে ছিল জনস্রোত। সোফিয়ার মঞ্চ ত্যাগের খবর দর্শকের কাছে না পৌঁছানোয় তখনও লাইন ধরে দর্শকরা ঢুকছিলেন হল অব ফেমে।  

রোবট সোফিয়া জন্য বিশেষ উপহার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রসঙ্গত, বুধবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’। তথ্য প্রযুক্তি (আইটি) খাতের এ অনুষ্ঠানে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন তুলে ধরা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭-এর এবারের প্রতিপাদ্য ‘রেডি ফর টুমরো’। গত ৯ বছরেরও বেশি সময়ে আইসিটি সেক্টরে বাংলাদেশের যে অর্জন তা নিয়ে বাংলাদেশ আগামীর জন্য প্রস্তুত বলে এ বছরের প্রতিপাদ্যে ইঙ্গিত করা হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) –এর সভাপতি মোস্তাফা জব্বার রোবট সোফিয়াকে দেখতে দর্শক আগ্রহ দেখে অভিভূত হয়েছেন বলে জানান। তবে তিনি মনে করেন, এই আয়োজন উন্মুক্ত কোনও জায়গায় বা কোনও স্টেডিয়ামে করলে ভালো হতো। সবাই দেখতে পেতো, আশা পূর্ণ হতো সবার।

এ সংক্রান্ত আগের খবর:

জামদানি বাংলাদেশের অধিকার: সোফিয়া

রোবট সোফিয়া পাচ্ছে বিমানের গোল্ড কার্ড

সোফিয়া ঢাকায়

 

 

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!