X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন

বাগেরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১৮:২২আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:২০

সুন্দরবনে আগুন একদিন পার হলেও এখনও নেভানো সম্ভব হয়নি সুন্দরবনের আগুন।পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচিশ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় বুধবার বিকালে দুর্বৃত্তরা এ আগুন ধরিয়ে দেয়। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তারা আশা করছেন শিগগিরই পুরোপুরিভাবে আগুন নেভানো সম্ভব হবে।
স্থানীয় দুর্বৃত্তরা এবারও সুন্দরবনে আগুন দিয়েছে বলে বনবিভাগ দাবি করছে। এর আগেও এই বনে গত দেড় মাসের মধ্যে তিনবার আগুন লাগায় দুর্বৃত্তরা।  
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যায় বনে পৌঁছে আমাদের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আমরা রাত সাড়ে তিনটা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করি। রাতে বনের বিভিন্ন এলাকায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তারপরও কিছু এলাকায় এখনও আগুন জ্বলছে। আমরা এ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছি।
তিনি আরও জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে আগুন নেভানোর কাজ বন্ধ রেখে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে আবার আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। এখনও বনের বিভিন্ন এলাকায় ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা যেখানে ধোঁয়া দেখতে পাচ্ছি তা নেভানোর চেষ্টা করছি।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান বলেন, আগুন লাগার পর বনবিভাগ স্থানীয় লোকজন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বনভূমিতে লাগার আগুন যাতে নতুন এলাকায় বিস্তৃতি লাভ না করতে পারে সেজন্য ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে। বনভূমিতে লাগা আগুন এখনও নেভেনি তবে নিয়ন্ত্রণে রয়েছে। বনকর্মীরা ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তকে আসামি করে বনবিভাগ পৃথক দুটি মামলা করে। ওই মামলার আসামিরা বনবিভাগের ওপর ক্ষুব্ধ হয়ে এ আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ। এ আগুন লাগার ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন:

২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় আ. লীগ নেতা সুজিত গ্রেফতার

 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে