X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বাতিল হচ্ছে ভূমি জরিপ ট্রাইব্যুনাল, মামলা যাবে দেওয়ানি আদালতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১





সংসদীয় কমিটির বৈঠক বাতিল হচ্ছে ভূমি জরিপ ট্রাইব্যুনাল (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল)। এর পরিবর্তে এ-সংক্রান্ত মামলা বিচারের ক্ষমতা দেওয়া হচ্ছে সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ আদালতকে। এর আপিলের ক্ষমতা পাচ্ছে জেলা জজ আদালত। মামলার জট নিরসনে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
জানা গেছে, ১৯৫০ সালের ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন’-এর বিধান অনুসরণ করে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। ভূমি মন্ত্রণালয়ের তৈরি এ-সংক্রান্ত খসড়া প্রজ্ঞাপন চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি একটি উপ-কমিটি গঠন করেছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয়েছে।
কমিটি সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে আহ্বায়ক করে গঠিত এই উপ-কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল মজিদ খান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রজাস্বত্ব আইন সংশোধন করে সারাদেশে মাত্র ১২টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়। ফলে প্রতিটি ট্রাইব্যুনালে ২০ থেকে ৩০ হাজার মামলা দায়ের হয়। এ কারণে মামলা জট ভয়াবহ আকার ধারণ করে। পরে বর্তমান সরকার সারাদেশে আরও ৪১টি ট্রাইব্যুনাল গঠন করে। কিন্তু তাতেও মামলার জট কমছে না।
এ পরিস্থিতিতে ২০১৭ সালের ৯ নভেম্বর আইন মন্ত্রণালয় থেকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিধান সংশোধন করে আগের মতোই জজ আদালতে বিচারের ক্ষমতা দিতে ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। কিন্তু ভূমি মন্ত্রণালয় কোনও পদক্ষেপ নেয়নি। পরে গত ২ এপ্রিল ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
বর্তমানে দেশের ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২ লাখ ৯৭ হাজার ৭০২টি মামলা বিচারাধীন রয়েছে বলে সংসদীয় কমিটির বৈঠক সূত্রে জানা গেছে।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ভূমি রেজিস্ট্রেশন প্রদ্ধতি ডিজিটাইজেশন করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
কমিটি সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, শেখ ফজলে নূর তাপস, শামীম হায়দার পাটোয়ারী ও রুমিন ফারহানা।
এছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আইন কমিশনের চেয়ারম্যান, ভূমি সচিব, আইন ও বিচার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে