X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

প্রস্তাবিত বাজেটের ভুল সংশোধন করলেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০৮ জুন ২০১৫, ১৯:১১আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০০:৫৯

Budget-2015-16- আসন্ন ২০১৫-১৬ অর্থ বছরে প্রস্তবিত বাজেটের ভুল সংশোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল মাল আবদুল মুহিত। চিনি আমদানির ওপর আমদানি শুল্ক আরোপের বিষয়টি ভুল ছিল উল্লেখ করে সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তার বাজেট বক্তৃতার বইতে ওই ভুল সংশোধন করার বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

গত ৪ জুন মুহিতের বাজেট বক্তৃতায় চিনির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে কিছু না থাকলেও মুদ্রিত বক্তৃতার শেষে একটি সারণিতে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনির আমদানি শুল্ক ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা বলা হয়। 

এই শুল্কহার আগামী ১ অগাস্ট থেকে কার্যকর হবে বলে সারণীতে উল্লেখ করা হয়।

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, চিনির ওপর শুল্ক আরোপের প্রস্তাব ভুল করে ছাপা হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে কথা বলে এনবিআর এর সংশোধনী দেবে বলেও তিনি ওই সময় তা জানান। 

সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী চিনির বর্তমান শুল্কহার উল্লেখ করে বলেন, আমরা বিভিন্ন প্রস্তাব বিবেচনা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোনও পরিবর্তন করিনি। সুতরাং সেটাই (আগেরটা) থাকবে।

মুদ্রিত বক্তৃতার সারণির কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের কাছে যেসব কাগজ-পত্র আছে সেখান থেকে এটি মুছে দিতে হবে। এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আমার অনুরোধ হবে এটি কেটে দিতে হবে।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে