X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আগামীতে রাজনীতিতে অশিক্ষিতরা স্থান পাবে না: দীপংকর তালুকদার

রাঙামাটি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ২০:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২০:৫৭

রাঙামাটি জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠান রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ‘আগামীতে রাজনীতিতে অশিক্ষিতরা স্থান পাবে না। তাই শিক্ষার কোনও বিকল্প নেই। শিক্ষাকে যথাযথভাবে সুব্যবহারের মাধ্যমে আগামীতে দেশকে এগিয়ে নিতে হবে।’ সোমবার (২৭ জানুয়ারী) বিকালে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এই জনপ্রতিনিধি বলেন, ‘পার্বত্য এলাকায় মেধাবী শিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা বৃত্তি চালু করেছে। পরিষদ থেকে বৃত্তির টাকা পাওয়াটাই বড় কথা নয়। বড় কথা হচ্ছে জ্ঞান ও মেধা অমূল্য সম্পদ এবং বৃত্তি তার একটি স্বীকৃতি। এ সম্পদের তালিকায় তোমরা যুক্ত হয়েছো।’

দীপংকর তালুকদার আরও বলেন, ‘পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলতে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। স্কুলবিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চালুর ব্যবস্থা গ্রহণ করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণসহ শিক্ষার বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।’

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।

উল্লেখ্য, বিষয়ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার টাকা করে মোট ৫০ জন, ডিপ্লোমা ছাত্রছাত্রীদের পাঁচ হাজার টাকা করে ২৫ জন, স্নাতক শিক্ষার্থীদের আট হাজার টাকা করে ২৫ জন, স্নাতক (সম্মান) আট হাজার টাকা করে ২৫ জন, মেডিক্যাল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে ২৫ জন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে ২৫ জন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে