X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফল বাতিল করে পুনরায় সিটি নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দুই সিটি নির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিটি নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির দুই মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। তারা সচেতনভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেই যাচ্ছে। ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে যে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় এখন ভিন্ন কৌশলে বাকশালি কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন, মির্জা ফখরুল ও তাবিথ আউয়াল তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই সরকার ও নির্বাচন কমিশনের ওপর জনগণের কোনও আস্থা নেই। এজন্য আমরা দেখতে পেলাম সিটি  নির্বাচনে ৭-৯ শতাংশ লোকও ভোট দেয়নি। সিটি নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই ফল বাতিল করে নতুন নির্বাচনের আহ্বান করছি।’

খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার কখনোই সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান,বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত