X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

খুলনায় প্রস্তুত হচ্ছে ১০০ শয্যার করোনা ইউনিট

খুলনা প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ১০:১৪আপডেট : ০৯ মার্চ ২০২০, ১০:১৮

খুলনায় প্রস্তুত হচ্ছে ১০০ শয্যার করোনা ইউনিট খুলনায় পৃথকভাবে ১০০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করা হচ্ছে। করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইন (আলাদাভাবে) চিকিৎসায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসিইউ ভবনকে বেছে নেওয়া হয়েছে। এখানেই চলছে করোনা ইউনিট করার প্রস্তুতি।

ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় দুইশ’ শয্যা স্থাপনের ব্যবস্থা থাকছে। প্রাথমিকভাবে ১০০ শয্যা রাখা হচ্ছে। রবিবার (৮ মার্চ) প্রথম দিনে ৫০টি শয্যা প্রস্তুত করা হয়। পাশাপাশি ১৬টি কেবিন করারও প্রস্তুতি চলছে।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, ‘আক্রান্তদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালের কাছাকাছি আইসিও ভবনে করোনা ইউনিট স্থাপন কাজ শুরু হয়েছে। এছাড়া ভাইরাসের নমুনা সংগ্রহ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, ক্লিনিক্যাল ব্যবস্থাপনা ও বিশেষায়িত হাসপাতালের জন্য ৪০ রকমের চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হবে। নির্দেশনা পাওয়ার পর ওষুধ, লোকবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে আলোচনা হয়েছে।’

জানা যায়, চীনে করোনার প্রাদুর্ভাব বর্তমানে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ কারণে দেশে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হাসপাতালের এইচপিএনএসপি খাত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করতে বলা হয়েছে। করোনা প্রতিরোধে জেলা প্রশাসককে সভাপতি করে ১১ সদস্যের জেলা কমিটি ও উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ১০ সদস্যের উপজেলা তদারকি কমিটি করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কমিটিতে উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
আইইডিসিআর’র লিখিত বার্তায় পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সিব্রিনা ফ্লোরা জানান, চীনে করোনার প্রাদুর্ভাব বর্তমানে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ কারণে দেশে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হাসপাতালের এইচপিএনএসপি খাত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করতে বলা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে