X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দয়া করে বাড়িতেই থাকুন: আইভীর ভিডিও বার্তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৩:২৫আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৩:৩০

দয়া করে বাড়িতেই থাকুন: আইভীর ভিডিও বার্তা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে নারায়ণগঞ্জবাসীর প্রতি এক ভিডিও বার্তায় বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (২৫ মার্চ) বিকালে ভিডিও বার্তাটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অফিসিয়াল পেজ থেকে প্রচার করা হয়।

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে ভিডিওতে নগরবাসীকে বিশেষ অনুরোধ জানিয়ে আইভী বলেন, ‘আপনারা অযথা শহরে ঘোরাঘুরি না করে বাড়িতেই থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন। আশাকরি আমরা এই দুর্যোগ মুহূর্ত একসঙ্গে মোকাবিলা করবো।’

এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে নগরবাসীকে বলেন, ‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নগর পরিষ্কার রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সিটি করপোরেশনের এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানিও ছিটানো হচ্ছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ইতোমধ্যে হেল্পলাইন খুলেছে জানিয়ে আইভী বলেন, ‘আমাদের হেল্পলাইনে যেকোনও প্রয়োজনে কল করুন। আমরা যেকোনও সহযোগিতা চাইলে তা দিতে আমরা প্রস্তুত আছি। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল সার্জনের সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করছি। এছাড়াও সিটি করপোরেশনে যে ডাক্তার আছেন তাদের নেতৃত্বেও টিম গঠন করা হয়েছে। স্বাচিবের নেতৃত্বে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সুতরাং যেকোনও সময়, আমাদেরকে ডাকলে আমরা প্রস্তুত।’

করোনা সংক্রমণরোধে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর একযোগে কাজ করছেন জানিয়ে মেয়র আইভী বলেন, ‘কোন কিছুর প্রয়োজন হলে বা সমস্যায় পড়লে তাৎক্ষণিক নিকটস্থ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। অথবা সিটি করপোরেশনের হেল্পলাইনে কল করুন। কিংবা সরাসরি সিটি করপোরেশনে গিয়ে সমস্যা বা প্রয়োজনের কথা জানান।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে