X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে গিয়ে বিদেশ ভ্রমণের অভিনয় করার সুযোগ!

জার্নি ডেস্ক
২৩ জুন ২০২০, ২১:৪০আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৫৯

তাইপেই সংশান বিমানবন্দর করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন দেশে ভ্রমণে বিধিনিষেধ বহাল আছে। এ কারণে উড়োজাহাজ আকাশে তেমন উড়তে পারছে না। বেশিরভাগ পর্যটন কেন্দ্র আছে থমকে। বিদেশে বেড়াতে যাওয়া যেন বহুদূরের স্বপ্ন হতে বসেছে!

এমন পরিস্থিতিতে তাইওয়ানের রাজধানী তাইপেই’র সংশান বিমানবন্দর অভিনব একটি উদ্যোগ নিয়েছে। তারা ৯০ জনকে সেখানে ঘুরে দেখার সুযোগ দেবে। এর মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা ও বিমানে ওঠা এবং তারপর নেমে আবারও ইমিগ্রেশন পেরিয়ে ঘরে ফেরার অভিজ্ঞতা হবে তাদের।

জানা গেছে— আগামী ২ জুলাই, ৪ জুলাই ও ৭ জুলাই তাইপেই সংশানে বিদেশ ভ্রমণের মেজাজে ফেরা যাবে। বিমানবন্দটির ওয়েবসাইটে বলা হয়েছে, তাইওয়ান থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ নেই। তাই সংশানে বিদেশ যাওয়ার অভিনয় করতে দেওয়া হবে! দিনের অর্ধেকটা সময় জুড়ে থাকছে বিশেষ এই ট্যুর।

তাইপেইতে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এর মধ্যে সংশান আকারে ছোট। এটি কিলুং নদীর পাশে শহরের কেন্দ্রে অবস্থিত। এখান থেকে মূলত অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে বেশি। এছাড়া হাতেগোনা কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া যায়।

তাইপেই সংশানে নতুন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো এগুলো উপভোগ করতে পারবেন বিমানবন্দরের নতুন আয়োজনে অংশগ্রহণকারীরা।

সংশানের উপ-পরিচালক চি-চিং ওয়াং বলেন, ‘সংশান বিমানবন্দর থেকে যাদের কখনও আন্তর্জাতিক ফ্লাইটে চড়ার সুযোগ হয়নি তারা এই সুযোগে বোর্ডিং প্রক্রিয়া ও প্রাসঙ্গিক সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মিশন শেষ হওয়ার বিশেষ রহস্যময় উপহার নিয়ে বাড়ি ফিরবেন সবাই!’

তাইপেই সংশান বিমানবন্দর বিশ্বের অনেক দেশ করোনাভাইরাসের বিস্তার রোধে সীমান্ত বন্ধ রেখেছে। এ কারণে স্থবির হয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যটন। 

কোভিড-১৯ মহামারির কারণে গত মার্চে সীমান্ত বন্ধ করেছে তাইওয়ান। দেশটিতে এখনও বিদেশি নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ। সংশান বিমানবন্দরে প্রায় সব কার্যক্রম সাময়িকভাবে থেমে আছে।

কিছু দেশ পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে নতুন পন্থা অবলম্বন করছে। উদাহরণ হিসেবে বলা যায়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দেশের মধ্যে ‘ট্রাভেল বাবলস’ অর্থাৎ ভ্রমণে সেতুবন্ধনের আলোচনা চালিয়ে যাচ্ছে। চুক্তিটি হলে অস্ট্রেলিয়ার পর্যটকরা শুধু নিউজিল্যান্ডে যেতে পারবেন। একইভাবে নিউজিল্যান্ডের ভ্রমণপিয়াসীদের অস্ট্রেলিয়ায় বেড়ানোর সুযোগ দেওয়া হবে।

তথ্যসূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত