X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিমানবন্দরে গিয়ে বিদেশ ভ্রমণের অভিনয় করার সুযোগ!

জার্নি ডেস্ক
২৩ জুন ২০২০, ২১:৪০আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৫৯

তাইপেই সংশান বিমানবন্দর করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন দেশে ভ্রমণে বিধিনিষেধ বহাল আছে। এ কারণে উড়োজাহাজ আকাশে তেমন উড়তে পারছে না। বেশিরভাগ পর্যটন কেন্দ্র আছে থমকে। বিদেশে বেড়াতে যাওয়া যেন বহুদূরের স্বপ্ন হতে বসেছে!

এমন পরিস্থিতিতে তাইওয়ানের রাজধানী তাইপেই’র সংশান বিমানবন্দর অভিনব একটি উদ্যোগ নিয়েছে। তারা ৯০ জনকে সেখানে ঘুরে দেখার সুযোগ দেবে। এর মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা ও বিমানে ওঠা এবং তারপর নেমে আবারও ইমিগ্রেশন পেরিয়ে ঘরে ফেরার অভিজ্ঞতা হবে তাদের।

জানা গেছে— আগামী ২ জুলাই, ৪ জুলাই ও ৭ জুলাই তাইপেই সংশানে বিদেশ ভ্রমণের মেজাজে ফেরা যাবে। বিমানবন্দটির ওয়েবসাইটে বলা হয়েছে, তাইওয়ান থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ নেই। তাই সংশানে বিদেশ যাওয়ার অভিনয় করতে দেওয়া হবে! দিনের অর্ধেকটা সময় জুড়ে থাকছে বিশেষ এই ট্যুর।

তাইপেইতে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এর মধ্যে সংশান আকারে ছোট। এটি কিলুং নদীর পাশে শহরের কেন্দ্রে অবস্থিত। এখান থেকে মূলত অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে বেশি। এছাড়া হাতেগোনা কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া যায়।

তাইপেই সংশানে নতুন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো এগুলো উপভোগ করতে পারবেন বিমানবন্দরের নতুন আয়োজনে অংশগ্রহণকারীরা।

সংশানের উপ-পরিচালক চি-চিং ওয়াং বলেন, ‘সংশান বিমানবন্দর থেকে যাদের কখনও আন্তর্জাতিক ফ্লাইটে চড়ার সুযোগ হয়নি তারা এই সুযোগে বোর্ডিং প্রক্রিয়া ও প্রাসঙ্গিক সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মিশন শেষ হওয়ার বিশেষ রহস্যময় উপহার নিয়ে বাড়ি ফিরবেন সবাই!’

তাইপেই সংশান বিমানবন্দর বিশ্বের অনেক দেশ করোনাভাইরাসের বিস্তার রোধে সীমান্ত বন্ধ রেখেছে। এ কারণে স্থবির হয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যটন। 

কোভিড-১৯ মহামারির কারণে গত মার্চে সীমান্ত বন্ধ করেছে তাইওয়ান। দেশটিতে এখনও বিদেশি নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ। সংশান বিমানবন্দরে প্রায় সব কার্যক্রম সাময়িকভাবে থেমে আছে।

কিছু দেশ পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে নতুন পন্থা অবলম্বন করছে। উদাহরণ হিসেবে বলা যায়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দেশের মধ্যে ‘ট্রাভেল বাবলস’ অর্থাৎ ভ্রমণে সেতুবন্ধনের আলোচনা চালিয়ে যাচ্ছে। চুক্তিটি হলে অস্ট্রেলিয়ার পর্যটকরা শুধু নিউজিল্যান্ডে যেতে পারবেন। একইভাবে নিউজিল্যান্ডের ভ্রমণপিয়াসীদের অস্ট্রেলিয়ায় বেড়ানোর সুযোগ দেওয়া হবে।

তথ্যসূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/
সম্পর্কিত
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
ফ্লাইটে বার্ড হিট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাকুয়েত-কাতারসহ ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে বাতিল সব ফ্লাইট
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন