X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

লিভারপুল কবে ছাড়বেন, জানালেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২০, ২৩:২৩আপডেট : ১৩ জুলাই ২০২০, ২৩:২৩

ভিডিও সাক্ষাৎকারে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ গত মৌসুমে একটুর জন্য হয়নি। মাত্র ১ পয়েন্টের জন্য প্রিমিয়ার লিগ ট্রফি হারিয়ে হৃদয়ে রক্তক্ষরণ হয় লিভারপুল সমর্থকদের। তবে তাদের আশার ঝান্ডা ওড়ানো ইয়ুর্গেন ক্লপের হাত ধরে এসেছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এক মৌসুম অপেক্ষা করে এলো বহুপ্রতীক্ষিত প্রিমিয়ার লিগও। দীর্ঘ ৩০ বছর অপেক্ষার পর যার হাত ধরে লিগ শিরোপা এসেছে, তার ক্লাব ছেড়ে যাওয়ার দিন-ক্ষণ জানিয়ে দেওয়া লিভারপুল ভক্তদের জন্য মোটেও সুখের খবর নয়!

না, এখনই লিভারপুল ছেড়ে যাচ্ছেন না ক্লপ। ২০২৪ সাল জুলাই পর্যন্ত ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি আছে জার্মান কোচের। চুক্তি শেষ করেই চার বছর পর অ্যানফিল্ড ছাড়ার কথা জানিয়েছেন তিনি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম এসডব্লিউআর স্পোর্টকে। ভিডিও সাক্ষাৎকারে ক্লপ আরও জানিয়েছেন, লিভারপুল ছেড়ে তিনি ফিরতে চান জার্মানিতে।

২০১৫ সালের অক্টোবরে দাঁয়িত্বে নিয়ে গত পাঁচ বছরে আমূল পাল্টে দিয়েছেন লিভারপুলকে। ইউরোপিয়ান শিরোপা ফিরিয়ে অধরা প্রিমিয়ার লিগ শিরোপাও অলরেডদের ঘরে তুলেছেন ক্লপ।

৩০ বছর আগে লিভারপুলে এসেছিল ইংলিশ শীর্ষ লিগের সবশেষ ট্রফি। এরপর নাম পাল্টে প্রিমিয়ার লিগ হওয়ার পর থেকে শুধুই ব্যর্থতার গল্প। কত কোচ, কত খেলোয়াড় এসেছেন-গিয়েছেন, কিন্তু ভাগ্য পাল্টায়নি অলরেডদের। অবশেষে ক্লপের জাদুর কাঠিতে ইংলিশ ফুটবলের মুকুট পরেছে লিভারপুল।

তার প্রশংসায় পঞ্চমুখ এখন সবাই। অ্যানফিল্ডের বাইরে তার মূর্তি বানানোর পরিকল্পনাও চলছে। কিন্ত বাস্তবতা বোঝেন ক্লপ। তাই দীর্ঘমেয়াদি কিছু ভাবছেন না। ২০২৪ সাল পর্যন্ত থাকা চুক্তি সম্পন্ন করেই লিভারপুল ছাড়তে চান। এসডব্লিউআর স্পোর্টের প্রশ্ন ছিল, অ্যানফিল্ডে কতদিন থাকতে চান ক্লপ? জার্মান কোচের উত্তর, ‘লিভারপুলে থাকবো আর চার বছর।’ এরপর কি আবার জার্মানিতে ফেরার ইচ্ছা আছে? এবারও তার ঝটপট উত্তর, ‘অবশ্যই ক্যারিয়ারের পরের দিকে আমি ফিরবো (জার্মানিতে)। আর সেটা খুব বেশি হতে পারে মেইঞ্জে (২০০১ থেকে ২০০৮ পর্যন্ত কোচ ছিলেন এই ক্লাবের)।’

তবে লিভারপুল ছাড়ার পর কোচিং থেকে কিছুদিনের বিশ্রামেও নিতে পারেন ক্লপ। জার্মানিতে ফেরার প্রশ্নে তার তেমনই ইঙ্গিত, ‘(লিভারপুল ছাড়ার পর) এক বছর আমি নাও কিছু করতে পারি।’ ৫৩ বছর বয়সী এই কোচ লিভারপুল অধ্যায় ও এক বছরের বিরতি মিলিয়ে পাঁচ বছরের হিসাবে অবসরের বিষয়টিও মাথায় রাখছেন, ‘পাঁচ বছর পর পৃথিবী আবার যে অন্যরকম লাগবে না, সেটা কে বলতে পারে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল