X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

চোট ও বাজে শুরু পেছনে ফেলে সেমিতে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২০, ১৭:০৩আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৭:০৩

চোট ও বাজে শুরু পেছনে ফেলে সেমিতে জোকোভিচ ঘাড়ে টেপ লাগিয়ে নামলেন কোর্টে। এরপর বারকয়েক বাঁ বাইসেপে ম্যাসেজ করতে হলো। চোট শঙ্কার সঙ্গে হারও চোখ রাঙাতে শুরু করে প্রথম সেট হেরে গেলে। তবে তিনি নোভাক জোকোভিচ। বর্তমান টেনিসের এক নম্বর খেলোয়াড়। চোট ও বাজে শুরু পেছনে ফেলে ঘুরে দাঁড়ানো জয়ে নিশ্চিত ঠিকই করলেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল।

রোলাঁ গাঁরোর কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী পাবলো কারেনো বুস্তাকে হারিয়েছেন তিনি ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪ গেমে। এটি ছিল আবার এবারের ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের রি-ম্যাচ। গত সেপ্টেম্বরের যে ম্যাচটিতে লাইন আম্পায়ারের গায়ে বল মেরে ডিসকোয়ালিফাই হয়েছিলেন জোকোভিচ।

বুস্তার বিপক্ষে কোর্টে নামার আগে ইউএস ওপেনের ওই ঘটনা জোকোভিচের সামনে না এসে পারেই না। যদিও কোর্টে নেমে নিজের ফিটনেসে বেশি ধ্যান দিতে হয়েছে সার্বিয়ান তারকাকে। শুরুতে বেশ ভুগতেও হয়েছে। লড়াই করে প্রথম সেট হারেন ৪-৬ গেমে।

পরের সেট থেকে ছন্দে ফিরে জোকোভিচ পৌঁছে যান সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে তার প্রতিপক্ষ গ্রিসের ২২ বছর বয়সী তরুণ স্তেফানোস সিসিপাস।

কোয়ার্টার ফাইনালের লড়াই সহজ ছিল না জোকোভিচের জন্য। ঘাম ঝরানো জয়ের পর তিনি বলেছেন, ‘কোর্টে আসার পর মোটেও ভালো অনুভব করিনি। ওয়ার্ম-আপের সময় অনেক কিছু হচ্ছিল। তবে ম্যাচ শুরু হওয়ার পর সময় যত গড়িয়েছে, আমি তত ভালো বোধ করেছি, ব্যথাও অতটা ছিল না।’

ফাইনালে রাফায়েল নাদাল-জোকোভিচ লড়াইয়ের প্রত্যাশা। সেই অনুযায়ী এগিয়ে চলছেন টেনিসের গ্রেট দুই খেলোয়াড়। রোলাঁ গাঁরোর ১২বারের চ্যাম্পিয়ন নাদাল ২০তম গ্র্যান্ড স্লামের খোঁজে, আর জোকোভিচের মিশন ১৭তম শিরোপার। সার্বিয়ান তারকা ফ্রেঞ্চ ওপেন জিততে পারলে নতুন এক রেকর্ডও গড়বেন। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লাম জিতবেন দুইবার করে। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়