X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চের মসজিদে হামলা ঠেকানো সম্ভব ছিল না: তদন্ত প্রতিবেদন

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২০, ২৩:৪৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২৩:৫০

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞের ঘটনায় সরকারি তদন্তে হামলার আগে কর্তৃপক্ষের বেশ কিছু ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে। তবে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড প্রতিরোধ করা সম্ভব ছিল না। ২০১৯ সালের মার্চে শহরটির দুটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন টারান্টের বন্দুক হামলায় ৫১ জন নিহত হওয়ার পর এই তদন্ত শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলা ঠেকানো সম্ভব ছিল না: তদন্ত প্রতিবেদন

কমিশনের তদন্তে দেখা গেছে, হামলা চালানোর আগে হত্যাকারী বিপুল অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে সক্ষম হয় এবং দেশটিতে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত যেসব আইন আছে সেসব বাস্তবায়নেও কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।

তদন্তে আরও বলা হয়েছে নিউজিল্যান্ডের কর্মকর্তারা ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিষয়েই বেশি মনযোগী ছিল। তবে এসব ব্যর্থতা সংশোধন করা হলেই যে এই হামলা থেকে অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টারান্টকে থামানো যেত তা নয়।

মসজিদে হত্যাকাণ্ডের পর নিউজিল্যান্ডের পুলিশ বেশ কিছু তথ্য প্রমাণ উদ্ধার করেছে। এসবের মধ্যে রয়েছে: হত্যাকারীর স্টেরয়েড ব্যবহার, দুর্ঘটনাবশত নিজের করা গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়া এবং চরমপন্থীদের ওয়েবসাইটে যাওয়া। তবে তদন্ত শেষে বলা হচ্ছে, এরকম একটি হামলা যে হতে পারে এসব থেকেও তা অনুমান করা সম্ভব ছিল না।

প্রতিবেদন প্রকাশের পর নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, এই সন্ত্রাসীর পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে জানার বিষয়ে কমিশন সরকারি কোনও সংস্থার ভেতরে কোন ধরনের ব্যর্থতা খুঁজে পায়নি। তবে তারা কিছু বিষয় চিহ্নিত করেছে যেগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং এগুলোতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনও প্রয়োজন।

জাসিন্ডা আরও বলেন, ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বিষয়ে ব্যর্থতা’ এবং ‘প্রচুর পরিমাণে সম্পদের সংগ্রহ’ থেকে ইসলামপন্থীদের হুমকি সম্পর্কে ধারণা করা যেত। কমিশন যখন বলছে যে, এসব জানা গেলেও হামলা থামানো যেত না, তারপরেও এগুলো ব্যর্থতা এবং এসব কারণে সরকারের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি।

রিপোর্টে বেশ কিছু সুপারিশ করা হয়েছে এবং সরকার বলছে তারা এগুলো সবই গ্রহণ করবে। তার মধ্যে রয়েছে নতুন একটি জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠা এবং পুলিশ যাতে খুব দ্রুত বিদ্বেষমূলক অপরাধ চিহ্নিত করে সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তার উদ্যোগ নেওয়া।

এর পাশাপাশি সরকার জাতিগত বিভিন্ন সম্প্রদায়ের জন্য একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং তাদের জন্য শিক্ষামূলক কিছু কর্মসূচি গ্রহণেরও পরিকল্পনা করছে।

হামলার শিকার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের ইমাম গামাল ফৌদা বলেছেন রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, মুসলিমদের রক্ষার পরিবর্তে তাদের ব্যাপারে কর্তৃপক্ষের সন্দেহ ছিল বেশি। তিনি বলেন, আমরা অনেক দিন ধরেই জানি, মুসলিমরা ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য ও অপরাধের শিকার হচ্ছে। এই প্রতিবেদন দেখিয়ে দিয়েছে যে আমরা সঠিক।

ইমাম আরও বলেন, তদন্ত রিপোর্ট দেখিয়ে দিয়েছে যে সরকারের বিভিন্ন সংস্থার ভেতরে প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার ও পক্ষপাতদুষ্ট মনোভাব রয়েছে এবং এগুলো পরিবর্তন করা প্রয়োজন। রিপোর্টে যেসব পরিবর্তনের বিষয়ে সুপারিশ করা হয়েছে, মুসলিম সমাজ ও পুলিশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য সেগুলো বাস্তবায়ন করতে হবে।

/এএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ