X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাপানে ‘টুইটার কিলার’ এর মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২০, ১৮:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৬
image

টুইটারে যোগাযোগ করে একের পর এক নয় জনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুণ্ড দিয়েছে জাপাানের আদালত। দেশটিকে হতভম্ব করে দেওয়া এই ঘটনায় তাকাহিরো শিরাইসিকে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৭ সালে গ্রেফতারের পর তাকে টুইটার কিলার আখ্যা দেয় অনেকেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাপানে ‘টুইটার কিলার’ এর মৃত্যুদণ্ড

২০১৭ সালে তাকাহিরো শিরাইসি’র ফ্লাটে তল্লাশি চালিয়ে বেশ কয়েক জন মানুষের শরীরের অংশ বিশেষ উদ্ধার করা হয়। ৩০ বছর বয়সী শিরাইসি তার শিকারদের হত্যা ও টুকরো টুকরো করার কথা স্বীকার করে। হত্যার শিকার প্রায় সবার সঙ্গেই সে সামাজিক যোগাযোগের প্লাটফর্মে যোগাযোগ করে। নিহতরা প্রায় সবাই ছিলো কম বয়সী নারী। এই সিরিয়াল হত্যাকাণ্ড সামনে আসার পর অনলাইনে কিভাবে আত্মহত্যা নিয়ে আলোচনা চলছে তা নিয়ে বিতর্ক শুরু হয়।
মঙ্গলবার তাকাহিরো শিরাইসি’র বিরুদ্ধে চার শতাধিক মানুষ জড়ো হয়। যদিও আদালতে সাধারণ মানুষের জন্য মাত্র ১৬টি আসন রাখা ছিলো। উন্নত দেশগুলোর যে কয়েকটিতে এখনও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বহাল রয়েছে তার মধ্যে জাপান অন্যতম। দেশটির বহু নাগরিক এখনও মৃত্যুদণ্ড সমর্থন করে।

আত্মহত্যা প্রবণ নারীদের টুইটার ব্যবহার করে নিজ বাড়িতে আনতে প্রলুব্ধ করতো তাকাহিরো শিরাইসি। বলতো মরতে তাদের সাহায্য করতে পারবে সে। আবার কোনও কোনও ক্ষেত্রে তাদের সঙ্গে নিজেও মারা যাবে বলে জানাতো। এভাবে ২০১৭ সালের আগস্ট ও অক্টোবরে ১৫ থেকে ২৬ বছর বয়সী আট নারী ও এক পুরুষকে নিজ বাড়িতে এনে গলা টিপে হত্যা করে দেহ টুকরো টুকরো করে ফেলে।

ওই বছরের হ্যালোউইন উৎসবের সময় পুলিশ টোকিওর কাছে জামা শহরে শিরাইসি’র ফ্লাটে দেহাবশেষ আবিষ্কার করলে এই ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। জাপানের সংবাদমাধ্যম বাড়িটিকে ভূতের বাড়ি আখ্যা দেয়। বাড়িটিতে নয়টি মাথা, বেশ কিছু হাত ও পায়ের হাড় পাওয়া যায়।

/জেজে/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
জাপানের সঙ্গে আলোচনায় আগ্রহ নেই উত্তর কোরিয়ার
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়