X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাউফলে প্রকাশ্যে ঘুরছে আসামি, পালিয়ে বেড়াচ্ছেন বাদী

পটুয়াখালী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ১৯:৩৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৯:৪২

বাউফলে প্রকাশ্যে ঘুরছে আসামি, পালিয়ে বেড়াচ্ছেন বাদী পটুয়াখালীর বাউফলে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। সমানতালে অংশ নিচ্ছেন রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানে। তাও আবার প্রশাসন ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই। অথচ পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ মোল্লার ভাতিজা বলে জানা গেছে।

মামলার বাদীর কালাইয়া ইউপির কোর্টপাড় এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেন বলেন, আসামির ভয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

ফারুক হোসেন অভিযোগ করেন, ‘গত বছরের ১৪ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদে মনির মোল্লার নেতৃত্বে আমার দুই একর ৩১ শতাংশ জমির ধান লুট করে নেওয়া হয়। এ ঘটনায় মনির হোসেনকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামের ৮-১০ ব্যক্তির নামে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি (সিআর মামলা নম্বর ৪৮৫/২০১৯)। তবে আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা করার পর থেকে এলাকায় যেতে পারছি না, ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গ্রেফতারি পরোয়ানা নিয়ে ফয়সাল আহম্মেদ নিয়মিত থানায় যাতায়াত করেন। অথচ পুলিশ তাকে ধরছে না।

বুধবার সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার দিকে ফয়সাল আহম্মেদ মনির মোল্লার নেতৃত্বে যুবলীগের একটি মিছিল উপজেলা চত্বরে ঢুকে। পরে তিনি উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাধীনতা স্তম্ভে ফুলের তোড়া দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। দীর্ঘ সময় তিনি পুলিশের কাছাকাছি অবস্থানও করেন।

এ সময় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, তার অপরাধ গুরুতর না। এ কারণে সরকারি অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়নি। তবে খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। থানায় যাতায়াতের অভিযোগ সত্য না বলে দাবি করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা