X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আজ রাত ১২টা পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ১৭:২৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:২৭

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর জরিমানা ছাড়াই আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দেওয়া যাবে। তবে যারা অনলাইনে রিটার্ন জমা দিতে চান তারা আজ রাত ১২টা পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আয়কর রিটার্নের আপডেট তথ্য পেতে রবিবার (৩ জানুয়ারি, ২০২১) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০। যদিও গত নভেম্বর মাসের শেষ দিন (৩০ নভেম্বর) করদাতাদের ভিড় ও আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়। এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য সময় চেয়ে সরকারের কাছে আবেদন করেন কয়েক লাখ করদাতা। পরে সবার জন্য সরকার এক মাস সময় বাড়ায়। অবশ্য কর অঞ্চলগুলোতে ঘুরে দেখা যায়, আয়কর জমা দেওয়ার শেষ দিনেও কর দাতাদের তেমন ভিড় নেই।

২০১৬ সালে আয়কর আইন পরিবর্তন করে রিটার্ন জমা দেওয়ার শেষ দিন প্রতি বছর ৩০ নভেম্বর (আয়কর দিবস) করা হয়। তবে এবার শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রিটার্ন জমার সময় বাড়ানোর দাবি জানিয়ে এনবিআর-এ (ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ) চিঠি দিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, আয়কর আইনজীবীসহ পেশাজীবীদের বিভিন্ন সংগঠন। তাদের আবেদনে সাড়া দিয়ে করোনাকালীন সংকটকে বিশেষ পরিস্থিতি বিবেচনা করে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ১৮৪(জি)-তে প্রদত্ত ক্ষমতাবলে ব্যক্তি শ্রেণির করদাতার ২০২০-২১ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

বর্তমানে ইটিআইএন-ধারীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেলেও গত ৩০ নভেম্বর পর্যন্ত দাখিলকৃত রিটার্ন জমা হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৫৮৭টি। গত বছর নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছিল ১৬ লাখ ৪৪ হাজার ১৯২টি। অর্থাৎ এক বছরে রিটার্ন জমা বেড়েছে এক লাখ চার হাজার ৩৯৫টি।

এনবিআরের তথ্য বলছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত আয়কর আদায় হয়েছে তিন হাজার ২৮ কোটি টাকা। গত বছরের নভেম্বর পর্যন্ত আয়কর থেকে আদায় হয়েছিল তিন হাজার ২৪১ কোটি টাকা।

প্রসঙ্গত, বাংলাদেশে আয়কর দেন দেশের মোট জনসংখ্যার এক শতাংশ মানুষ। অর্থাৎ, টিআইএন নম্বরধারীর অর্ধেক মানুষই বছর শেষে আয়কর রিটার্ন জমা দেন না সরকারের কাছে।

/জিএম/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!