X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নেতাজির জন্মদিনে ‘পরাক্রম দিবস’ পালন করবে ভারত

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ১৮:৫৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:৫৭
image

নেতাজি সুভাষ চন্দ্র বোসেরে জন্মদিন ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন ভারত সরকার। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের এক ঘোষণায় একথা জানানো হয়েছে। এছাড়া এই বছর নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী শনিবার কলকাতায় নেতাজির জন্মদিনের কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পরাক্রম দিবস পালনের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নেতাজির প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পশ্চিমবঙ্গের আগামী বিধান সভা নির্বাচন সামনে রেখে ভারতের কিংবদন্তিতুল্য স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোসের উত্তরাধিকার নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং তার মূল প্রতিদ্বন্দি বিজেপি। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আলাদাভাবে আয়োজনের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রীর রাজ্য সরকার।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়, ‘নেতাজির অদম্য তেজ এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবার প্রতি শ্রদ্ধা দেখাতে এবং স্মরণ করতে সরকার তার জন্মদিন ২৩ জানুয়ারিকে প্রতি বছর পরাক্রম দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। নেতাজির মতো করে শত্রুর বিরুদ্ধে মনোবল নিয়ে দাঁড়ানোয় দেশের মানুষকে, বিশেষ করে উৎসাহ যোগাতে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফরোয়ার্ড ব্লক। নেতাজির প্রতিষ্ঠিত দলটির পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক ননের চট্টপাধ্যায় বলেন, আমরা তার জন্মবার্ষিকীকে পরাক্রম দিবস ঘোষণার বিরোধিতা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে অভিহিত করতে চাই, যেমনটির প্রস্তাব অনেক বছর আগেই বাম ফ্রন্ট দিয়েছিল।’

এদিকে এই মাসের শুরুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার নেতাজির জন্মবার্ষিকীকে দেশ নায়ক দিবস হিসেবে পালন করবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় স্বাধীনতার পর নেতাজি সুভাষ চন্দ্র বোসের গুরুত্ব নিয়ে আমরা কিছুই করিনি। আমি নেতাজির জন্মদিনে ২৩ জানুয়ারিতে সাধারণ ছুটি ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। এটা আমার দাবি।’ তিনি নেতাজি সংক্রান্ত গোপন নথিগুলো প্রকাশ করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।

/জেজে/
সম্পর্কিত
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন