X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

অপহৃত প্রবাসী উদ্ধার, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জানুয়ারি ২০২১, ২১:৩৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৮

বাহরাইন থেকে আসা এক প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকায় অভিযান চালিয়ে ডবলমুরিং থানা পুলিশ তাদের গ্রেফতার করে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।  অভিযানে ওই এলাকার একটি র্নিমাণাধীন ভবন থেকে সাইফুল নামে প্রবাসীকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

সাইফুলের বাড়ি সীতাকুণ্ডে। তিনি দীর্ঘদিন বাহরাইনে ছিলেন।

গ্রেফতার ছয় জন হলো– সাইফুল করিম (২০), ছানাউল হক চৌধুরী (১৯), মো. নাবিদ আরিয়ান (১৮), তানজিল মাহি (১৯), আব্দুল্লাহ আলবিদ সাঈম মুসফিক (১৮) ও মো. রাজিব (২৪)। তাদের কাছ থেকে নগদ চার হাজার ২০ টাকা, একটি মোটরসাইকেল, ভিকটিমের ব্যবহৃত ব্রেসলেট, ভিকটিমের একটি মোবাইল ফোন এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি নাইলনের সাদা রশি উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘অপহরণকারীরা কৌশলে ভিকটিমকে সীতাকুণ্ড থেকে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ সিডিএ এলাকায় ডেকে এনে জিম্মি করে। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমরা সিডিএ এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে ভিকটিমকে উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘অপহৃত প্রবাসীর সঙ্গে সাইফুল করিম নামের অপহরণকারী ফেসবুকে সম্পর্ক স্থাপন করে। তাকে প্রথমে কৌশলে আগ্রাবাদ ডেকে আনে। এরপর  সহযোগীদের নিয়ে অপহরণ করে প্রবাসীকে একটি র্নিমাণাধীন ভবনে বেঁধে রাখে। এ সময় তাকে ব্যাপক মারধর করে। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার পরিবার বিষয়টি কৌশলে ৯৯৯-এ জানায়। পরে ডবলমুরিং থানার একটি দল দেড় ঘণ্টার অভিযানে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে