X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

আবাহনীর তিনে তিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৮:১৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৮:২৫

ফেডারেশন কাপে মোহামেডানের বিপক্ষে জোড়া গোল পেয়েছিলেন জুয়েল রানা। এরপর আর গোলের দেখা পাননি এই উইঙ্গার। প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে এসে অবশেষে জাল খুঁজে পেলেন তিনি। জুয়েলের দৃষ্টিনন্দন গোলেই আবাহনী হ্যাটট্রিক জয়ের দেখা পেয়েছে। আজ শনিবার মারিও লেমসের দল ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। আবাহনীর টানা তৃতীয় জয়ের বিপরীতে পুরনো ঢাকার দলটি দেখলো দ্বিতীয় হার।

আবাহনীর নিয়মিত একাদশের দুজন খেলোয়াড় ছিলেন না। অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন ও ব্রাজিলিয়ান অগাস্তো খেলেননি। তারপরও আক্রমণে কমতি ছিল না আকাশি-নীলদের। আধিপত্য ধরে রেখে খেলেছে। কিন্তু তাদের গোল পেতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। থাকতে হয়েছে অপেক্ষায়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও গোল হয়নি। ম্যাচের ২৩ মিনিটে মামনুলের ফ্রি কিক থেকে বেলফোর্টের ব্যাক হেড ক্রিস রেমি বিপদমুক্ত করেন। কিন্তু এ সময় আাবাহনীর খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবি তুললেও রেফারি মিজানুর রহমান সাড়া দেননি। একটু পরই মামুনুলের কর্নার থেকে নাসিরউদ্দিনের হেড পোস্টের বাইরে দিয়ে যায়।

২৮ মিনিটে মামুনুলের কর্নারে তোরেসের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ৩৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে তোরেসের শট গোলকিপারের হাত ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় আবাহনীকে। প্রতিআক্রমণে ওঠে রহমতগঞ্জ ৩৮ মিনিটে ফ্রি কিক থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বক্সের প্রান্ত থেকে তাজিকিস্তানের দিলশদ ভাসিয়েভের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর ডিফেন্ডার রায়হান হাসান ও ফরোয়ার্ড জুয়েল রানা বদলি নামেন। প্রতিপক্ষকে চাপে রেখে আক্রমণও অব্যাহত থাকে। যদিও গোল এসেছে ৭৯ মিনিটে। দুই বদলি খেলোয়াড়ের সমন্বয়ে ডেডলক ভেঙেছে আবাহনী। রায়হানের লম্বা থ্রো-ইনে বেলফোর্টের ব্যাক হেড থেকে ছোট বক্সের প্রান্ত থেকে অরক্ষিত অবস্থায় থাকা জুয়েলের হেড জাল খুঁজে নেয়।

যোগ করা সময়ে সাদ উদ্দিনের জোরালো শট গোলকিপারের হাতে জমে গেলে ব্যবধান বাড়ানো হয়নি আবাহনীর। ব্যবধান না বাড়লেও ৩ পয়েন্ট নিয়ে ঠিকই মাঠ ছেড়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে