X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

পূর্বাচলে প্লট কিনে দেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ১১:০৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১১:০৯

রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পের ১২টি প্লট কিনে দেওয়ার কথা বলে জাল কাগজপত্রের মাধ্যমে এক ব্যক্তি এক কোটি ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার ব্যবসায়ী কামাল উদ্দিন দাবি করেছেন, জালিয়াতির বিষয়টি ধরা পড়ার পর ব্যবসায়ী কামাল উদ্দিন টাকা ফেরত চাইলে প্রতারক উল্টো তাকে হুমকি, ধামকি দিচ্ছে। তার বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে।

ধানমন্ডির ১৫ নং রোডের বাসিন্দা কামাল উদ্দিন জানান, ২০১৯ সালের ১ জুলাই একটি জাতীয় দৈনিকে পূর্বাচল উপশহর প্রকল্পে প্লট বিক্রির একটি বিজ্ঞাপন দেন রূপগঞ্জের পশিবাজার বাগবেড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আসাদ। বিজ্ঞাপন দেখে ব্যবসায়ী কামাল উদ্দিন যোগাযোগ করলে আসাদ জানায়, সেসহ আরো কয়েকজন একসাথে রাজউকের পূর্বাচল উপ-শহর প্রকল্পের প্লটের কেনা বেচার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর কাজ করে। রাজউকের পূর্বাচল উপ-শহর প্রকল্পে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের পাঁচ কাঠা ও তিন কাঠার ১০টি প্লট রাজউকের বরাদ্দপত্রের ব্যবস্থা করে ব্যবসায়ী কামাল উদ্দিনের কাছে বিক্রির ব্যবস্থা করে দেবে। এছাড়া বর্তমানে চূড়ান্ত বরাদ্দ পত্র রয়েছে এমন একটি তিন কাঠার ও একটি পাঁচ কাঠার আরও দুইটি প্লট মালিকদের কাছ থেকে মিডিয়া হয়ে কামাল উদ্দিনকে কিনে দেওয়ার প্রস্তাব করে। এ নিয়ে বেশ কয়েকবার আলোচনার পর ব্যবসায়ী কামাল উদ্দিন আসাদকে অগ্রিম বাবদ এক কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু পরে কামাল উদ্দিন রাজউকসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারেন যে, প্লট বিক্রির জন্য যেসব কাগজ আসাদ তাকে দিয়েছে তার সবগুলিই জাল। বিষয়টি আসাদকে জানালে সে টাকা ফেরত দেবে বলে জানায়। কিন্তু টাকা ফেরত না দিয়ে সে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে সে লোকজন পাঠিয়ে ব্যবসায়ী কামাল উদ্দিনকে এ টাকা চাইতে নিষেধ করে নইলে অপহরণ ও হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে কামাল রূপগঞ্জ থানায় জিডি করলে সে স্থানীয়দের মধ্যস্থতায় পুরো টাকার চারটি চেক প্রদান করে।

চেক প্রদানের প্রায় চার মাস পরে সে টাকা না দিয়ে উল্টো ব্যবসায়ী কামাল উদ্দিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে। মামলায় আসাদ অভিযোগ করে, ব্যবসায়ী কামাল উদ্দিন ও তার সহযোগীরা তাকে পিস্তল ঠেকিয়ে স্ট্যাম্প ও চেকে সই নিয়েছে।

এরপর আসাদ আদালতে আরও একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয়।        

আসাদের স্ত্রী ময়না আক্তার বাদী হয়ে কামাল উদ্দিনকে সহায়তা করায় রূপগঞ্জের বাসিন্দা কাইয়ুম মিয়া ও সায়েমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এ মামলায় আসাদের স্ত্রী দাবি করেন, তাদের হানানো চেক কাইয়ুম মিয়া ও সায়েমের কাছে আছে। তারা এ চেক দিয়ে হয়রানীমূলক মামলা করতে পারে।
কামাল জানান, মোহাম্মদ আসাদের চেক জালিয়াতির বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি। সে মামলায় আসাদ জামিন পেয়েছে। নিজের অপকর্ম ঢাকাতেই সে আমার বিরুদ্ধে মামলা করেছে।

মোহাম্মদ আসাদের দাবি, ‘টাকা আমি নেইনি। সায়েম ১৬ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন।  সায়েমের টাকার জের আমার ওপর ফেলছেন কামাল উদ্দিন। তিনি আমাকে পিস্তল ঠেকিয়ে ১১ টি জুডিশিয়াল স্ট্যাম্প ও সাতটি চেকে সই নিয়েছেন। আমাকে ব্যাপক নির্যাতন করেছেন যে, আমি ঠিক মতো হাঁটতে পারি না। এজন্য আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে