X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
পাথরঘাটা পৌর নির্বাচন

ত্রিমুখী সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত

বরগুনা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০৮:০২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৮:০২

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের ওপর নৌকা সমর্থকদের হামলাকে কেন্দ্র করে পুলিশ-নৌকা সমর্থক ও সোহেলের সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা থানার ১৫ জন পুলিশ সদস্য, দুই জন সাংবাদিকসহ উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় পাথরঘাটা থানার সামনে এ ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার  (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ এসব তথ্য জানান।

সংঘর্ষের পরের অবস্থা আহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে, তারা হলেন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন, পরিদর্শক (তদন্ত) সাঈদ আহমেদ, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ ও দৈনিক আমাদের সময়ের পাথরঘাটা প্রতিনিধি রাকিব বিন ত্বোহা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে তালতলা এলাকায় নির্বাচনি প্রচারণায় বের হন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। এ সময় সোহেলের ওপর অতর্কিতে হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় ত্রিমুখী সংঘর্ষে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনসহ আহত হন ১৫ পুলিশ সদস্য ও ২ জন সাংবাদিক। পুলিশ ৫০ রাউন্ড ফাকাগুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

সংঘর্ষের পরের অবস্থা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল ফাতাহ জানান, ওসি শাহাবুদ্দিনের অবস্থা গুরুতর। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। প্রয়োজন হলে বরিশাল শের-বাংলা-মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হবে। এছাড়া আরও ৪ পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ সরকার জানান, দুজন সাংবাদিক ও প্রায় ১৫ জন পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশ শক্ত অবস্থানে থাকার কারণে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো