X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিন্ডিকেটের সিদ্ধান্ত: বেরোবিতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

রংপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৩

এবার সিন্ডিকেট সভা করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে, প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ, মৌন মিছিল ও আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা জারি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে রবিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এছাড়া, এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ক্যাম্পাসে না করে ঢাকায় গত ৩১ জানুয়ারি অনুষ্ঠানের কথা বলা হলেও শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হওয়ায় তোলপাড় শুরু হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক ভবন, ভিসির বাংলো, অ্যাকাডেমিক ভবন এবং শ্রেণিকক্ষের সামনে মিছিল-মিটিং, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন, স্লোগান, বক্তব্য প্রদান ও মৌন মিছিলসহ প্রতিবাদের অংশ হিসেবে তালা লাগিয়ে প্রতিবাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি এই নোটিশের নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষকদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’। বিকালে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মতিউর রহমান ও সদস্য সচিব খায়রুল কবীর সুমন কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

সংগঠনটির নেতারা বলছেন, নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধান পরিপন্থী ও সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ তার অ্যাকাডেমিক-প্রশাসনিক-আর্থিক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং অবৈধ পদোন্নতি-পদায়ন-নিয়োগ আড়াল করতে এবং চলমান আন্দোলন দমাতে এমন ফরমান জারি করেছে। অবিলম্বে সংবিধানবিরোধী ওই ‘নিষেধাজ্ঞা’ তুলে নেওয়া না হলে জোরালো প্রতিবাদ জানানোর কথা জানান সংগঠনটির নেতারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এমন কোনও ঘটনা ঘটেনি যে, সিন্ডিকেটের বিশেষ সভা করে এ ধরনের সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অসংখ্য নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করে যাচ্ছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করাই স্বাভাবিক। এ অবস্থায় এ ধরনের নোটিশ বলে দেয় যে, এই প্রশাসন তার কৃত অপকর্মগুলো বিনা প্রতিবাদে ও নির্বিচারে চালিয়ে যেতে চায়।’ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান তিনি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাম্পাসে না থেকে বিশ্ববিদ্যালয়ে যত রকম সমস্যার সৃষ্টি করেছেন, সেগুলো চেপে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে শিক্ষার্থীরা যথাযথ দিবে।’

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তাফা কামাল ও উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা দুজনের কেউই ফোন রিসিভ করেননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি