X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নিজেদের এ গ্রেড দিলো স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৩

আগামীকাল সারাদেশে জাতীয়ভাবে শুরু হতে যাচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির প্রস্তুতিতে নিজেদের ‘এ গ্রেড’ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।

টিকাদানের প্রস্তুতিতে অধিদফতর নিজেদের কত মার্কস দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক খুরশীদ আলম বলেন, ‘আমরা তো নিজেদের এ গ্রেড দেব। তবে অন্য যারা অ্যাসেস করবেন তারা আমাদের সম্পর্কে মূল্যায়ন করবেন, এ গ্রেড দেবে নাকি সি গ্রেড দেবেন। কিন্তু আমার সম্পর্কে আমি বলবো, এ গ্রেড।’ কীভাবে এ মান নির্ধারণ হলো জানতে চাইলে তিনি বলেন, ‘১০০ নম্বরের ভেতরে ৭৫ পেলে এ গ্রেড বলা হয়।’

যারা টিকা নেবার জন্য নিবন্ধন করেছেন তারা এখনও অধিদফতর থেকে মোবাইল ফোনে এসএমএস পাননি। এ বিষয়ে বলেন, ‘এসএমএস পেয়ে যাবে আজ রাতের ভেতরে।’ আজ এসএমএস পেয়ে কাল টিকা নেওয়া সম্ভব কীনা প্রশ্নে তিনি বলেন, ‘তাহলে পরে নেবে।’

প্রসঙ্গত, আগামীকাল ( ৭ ফেব্রুয়ারি) সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে। রাজধানী ঢাকায় ৫০টি আর ঢাকার বাইরে ৯৫৫টি মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?