X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনার টিকা গ্রহণে পিছিয়ে লালমনিরহাট, ৪ দিনে ৯৪ ডোজ অপচয়

লালমনিরহাট প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪১

দেশের অন্য জেলাগুলোর তুলনায় লালমনিরহাটে টিকা গ্রহণকারীর সংখ্যা আশঙ্কাজনকহারে কম। জেলায় গত ৪ দিনে মাত্র ২ হাজার ৫৬ জন করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন। আবার নিবন্ধন করেও ৯৪ জন কেন্দ্রে না আসায় ১০টি ভায়ালের ৯৪ ডোজ টিকা অপচয় হয়ে গেছে। গণটিকাদান শুরুর পর এখও এই জেলার মানুষের মধ্যে টিকা গ্রহণে এমন অনাগ্রহ উদ্বেগের জন্ম দিয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, সাংবাদিক গোকুল রায়সহ তিনি নিজে (সিভিল সার্জন নির্মলেন্দু রায়) টিকা নিয়েছেন। তাদের কারও কোনও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শোনা যায়নি। তিনিও কোনও প্রতিক্রিয়া অনুভব করছেন না।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ১৬৬ জন টিকা গ্রহণকারীর জন্য জন্য ২০টি, ৮ ফেব্রুয়ারি ৩২৯ জনের জন্য ৩৬টি, ৯ ফেব্রুয়ারি ৫৩৫ জনের জন্য ৫৫টি ও ১০ ফেব্রুয়ারি ১০২৬ জনের জন্য ১০৪টি ভায়াল খোলা হয়েছে। এভাবে গত চারদিনে  ২ হাজার ৫৬ জন ব্যক্তিকে টিকা দিতে জেলা স্বাস্থ্য বিভাগ ব্যবহার করেছে ২১৫টি ভায়াল। স্বাভাবিকভাবে টিকা গ্রহণ করলে এই পরিমাণ ভায়ালে ২ হাজার ১৫০ জন টিকা পাওয়ার কথা। স্বাস্থ্য বিভাগ তেমন প্রস্তুতিও নিয়ে রেখেছিল। অনলাইনে নিবন্ধিত সংশ্লিষ্ট ব্যক্তিদের এসএমএস দিয়ে টিকা গ্রহণের তারিখ, স্থান ও সময়ও জানিয়ে দেওয়া হয়। কিন্তু, ৪ দিনে অনলাইনে নিবন্ধিত ৯৪ জন ব্যক্তি টিকা নিতে না আসায় তাদের জন্য বরাদ্দ রাখা এসব ভায়াল অপচয় হয়ে যায়। 

সূত্র জানায়, স্পট রেজিস্ট্রেশনেও উপস্থিতি কম থাকায় তাদের বদলে অন্য কাউকে টিকা দেওয়া সম্ভব হয়নি। 

সিভিল সার্জন বলেন, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের তুলনায় চতুর্থ দিন অপচয়ের হার কমেছে। যদি নিবন্ধিত ব্যক্তিরা উপস্থিত হয়ে টিকা নিতেন তাহলে এই অপচয়টা হতো না। তবে আমরা এখন সতর্কতার সাথে ভায়াল ব্যবহার করছি যেন একটি ডোজও অপচয় না হয়। তবে এ ক্ষেত্রে টিকাগ্রহণকারীদেরও সচেতন হতে হবে, টিকা নিতে কেন্দ্রে আসতে হবে।

তিনি আরও বলেন, লালমনিরহাটে টিকা গ্রহণে এখনও তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। টিকা নিতে হবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট সদর ও পাটগ্রাম পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে এই দুই শহরে ভোট নিয়েই মানুষের মধ্যে আলোচনা বেশি। ফলে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রচার আশানুরূপ হচ্ছে না। এছাড়াও ধর্মপ্রাণ মানুষের মধ্যে কিছু নেতিবাচক প্রচারণা আগে থেকেই থাকায় টিকা নিয়ে সংশয় এখনও পুরোপুরি কাটেনি। শিক্ষিত মানুষরাও এখনও টিকা গ্রহণে সেভাবে রেজিস্ট্রেশন করছেন না। জেলার রাজনীতির প্রধান নেতাদের অনেকে টিকা নিলেও তা এখনও দলীয় অন্য নেতা-কর্মীদের প্রভাবিত করতে পারেনি। জেলা সদরে  একারণে দেশের অন্য কয়েকটি জেলার মতো এখানেও করোনার টিকার রেজিস্ট্রেশন মেলা করা ও টিকার ব্যাপক প্রচারের ব্যাপারে বিশিষ্টজনরা পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে।

 

 

/টিএন/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!