X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২০ টাকার বিনিময়ে চলচ্চিত্র ‘প্রেম পুরাণ’

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৩

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে সামনে রেখে আজ (১২ ফেব্রুয়ারি) মুক্তি পেলো টিভি নাটকের সু-অভিনেতা মনোজ প্রামাণিকের চলচ্চিত্র ‌‘প্রেম পুরাণ’।

এতে তার বিপরীতে আছেন সামিয়া অথৈ। নির্মাণ করেছেন তারেক মাসুদ ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড জয়ী জাহিদ গগণ।

প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি হলো ওটিটি প্ল্যাটফর্ম লাগভেলকিতে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও দেখা যাবে এটি। এর জন্য দর্শককে গুনতে হবে মাত্র ২০ টাকা। ছবিটি দেখার জন্য বিকাশ নগদসহ বাংলাদেশের যেকোনও ডিজিটাল ও মোবাইল ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করা যাবে। একবার পে করার পর ২৪ ঘণ্টা পর্যন্ত ছবিটি দেখা যাবে।

ফিল্ম মিস্ত্রি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটিতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, অশোক বেপারী, পঙ্কজ মজুমদার এবং শিশুশিল্পী ওয়ানিয়া।

নির্মাতা জাহিদ গগণের ভাষ্যে, ‘এটি একটি চেনা ও সাধারণ মানুষের গল্প। আমি চাই সাধারণ মানুষ গল্পটি দেখুক। সব শ্রেণির দর্শকের কাছে চলচ্চিত্রটি পৌঁছে দেওয়ার প্রয়াস থেকেই স্বল্পমূল্যে ছবিটি এভাবে মুক্তি দেওয়া।’

‘প্রেম পুরাণ’র শুটিং হয়েছে কুষ্টিয়া, পাবনা ও ঢাকায়। ১৯৮৬ সালে এরশাদ আমলে হত্যা করা আদমজী পাটকলের শ্রমিক নেতা শহীদ তাজুল ইসলামের জীবনদর্শনকে উপজীব্য করে তৈরি হয়েছে গল্পের পরিকাঠামো।

৩৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির শুটিং হয়েছে প্রায় এক বছর ধরে।

আংশিক গণঅর্থায়নে নির্মিত ‘প্রেম পুরাণ’ দেশে মুক্তির আগে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাফল্য অর্জন করেছে। সেগুলোর ভেতর কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, জয়পুর ফিল্ম ফেস্টিভাল, ইরানের ইন্টারন্যাশনাল মুভিং ফিল্ম ফেস্টিভাল উল্লেখযোগ্য।

নির্মাতা জাহিদ গগণ ইউল্যাব বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র নির্মাণের ওপর পড়াশোনা করেছেন। ‘এ বুক বিহাইন্ড দ্য সুজ’, ‘রিউমার-এ সোশ্যাল টিউমার’ ও ‘একটি মৃত্যু= তিন বিঘা জমি’ এই নির্মাতার উল্লেখযোগ্য কাজ।

বর্তমানে তিনি তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি জানালার গল্প’ নিয়ে কাজ করছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী