X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অ্যামাজনের নতুন ভ্যারিয়েন্ট তিন গুণ বেশি সংক্রামক: ব্রাজিল

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩২
image

ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট তিন গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েল্লো। বৃহস্পতিবার কোনও প্রমাণ দেখানো ছাড়াই তিনি দাবি করেন প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে এই অতি সংক্রামক ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অ্যামাজনের শহর মানাউসে নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণ মারাত্মক রুপ নিয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণ বাড়তে থাকায় চাপের মুখে পড়ে স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েল্লো আইনপ্রণেতাদের আশ্বস্ত করতে চেয়েছেন এই সংক্রমণ অপ্রত্যাশিত কিন্তু তা এখন নিয়ন্ত্রণে চলে আসছে।

সিনেটের এক শুনানিতে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী জুনের মধ্যে তার দেশের যোগ্য নাগরিকদের অর্ধেকই ভ্যাকসিন পেয়ে যাবে। বাকিরা এই বছরের মধ্যে ভ্যাকসিন পাবে। তবে এই লক্ষ্যমাত্রা কিভাবে অর্জিত হবে তার কোনও ব্যাখ্যা দেননি তিনি। উল্লেখ্য, মাত্র তিন সপ্তাহ আগে চীনের সিনোভ্যাক এবং যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার করে টিকাদান কর্মসূচি শুরু করেছে ব্রাজিল।

মানাউসে শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতার প্রমাণ কিভাবে পাওয়া গেছে সেই বিষয়ে কিছু জানাননি ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকেও কোনও তথ্য দেওয়া হয়নি। তবে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের পরীক্ষা ও উন্নয়নের সঙ্গে যুক্ত থাকা ব্রাজিলের বুটানটান ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তাদের টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে দুই সপ্তাহের মধ্যে এনিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলের ৯৭ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই লাখ ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের দেশ ব্রাজিল।

/জেজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া