X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

খুলনা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪২

খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগরে রংপুরগামী একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর মাছ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার সমুদ্দপুর গ্রামের সোনাই সরদারের ছেলে ইজিবাইক চালক ইউনুস আলী (৪০), তালা উপজেলার মদনপুর গ্রামের ইমাম মাহমুদের ছেলে হাবিবুর রহমান (৩৬) এবং হাবিবুরের শ্যালক খুলনার পাইগাছা উপজেলার গদাইপুর গ্রামের রাজিবুল ইসলাম (৩৫)।

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, শনিবার রাতে যাত্রীবাহী একটি ইজিবাইক চুকনগর মাছ বাজারের কাছে খুলনা-সাতক্ষীরা সড়কের ওপর নিয়ম না মেনে উঠে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা রংপুরগামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬১৯০) ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা চালকসহ তিনজন রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহত তিনজনের লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার রাতে চুকনগর (মালতিয়া) মাছের আড়তের সামনে শামীম পরিবহনের দ্রুতগতি বাসটি আরেকটি পরিবহনকে ওভারটেকের সময় ইজিবাইকটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়।  এতে ইজিবাইকের চালকসহ তিনজনই মারাত্মক আহত হন। এ সময় তাদের পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান। নিহতদের ৩ জনই সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘাতক বাসটির গতিপথ পাল্টে খুলনার দিকে গিয়ে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছে। সেখানে বাসটি ফেলে রেখে চালক, হেলপার ও কন্ডাক্টর পালিয়ে যায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার